Beta
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
Beta
সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
শেখ হাসিনার বিরুদ্ধে মামলা  

কোটালীপাড়ায় দোকান বন্ধ রেখে প্রতিবাদ

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হওয়ায় গোপালঞ্জের ঘাঘর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন। ছবি : সকাল সন্ধ্যা
শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হওয়ায় গোপালঞ্জের ঘাঘর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় কয়েকটি মামলা হওয়ার প্রতিবাদে গোপালঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস এ কর্মসূচি পালন করেন তারা। এতে ভোগান্তিতে পড়েন ক্রেতারা।

উপজেলার পারকোনা গ্রামের গৃহবধু রিমা বাড়ৈ বলেন, “আমি সকালে ঘাঘর বাজারে কিছু জিনিস কিনতে এসে দেখি দোকানপাট বন্ধ। জানতে পারলাম দুপুরের পরে দোকান খোলা থাকবে।” তবে এই প্রতিবাদে তিনি অখুশি নন।

দোকানিদের প্রতিবাদকে সমর্থন করে আরেক বাসিন্দা মনিরুজ্জামান বলেন, “কোটালীপাড়া শেখ হাসিনার নিজের নির্বাচনী এলাকা। এখানের মানুষ প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক। এতে অনেকে দুর্ভোগে পড়লেও কেউ অখুশি হয়নি।”

ঘাঘর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, “গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন থানায় সাবেক শেখ হাসিনার বিরুদ্ধে উদ্দেশ্যেমূলকভাবে মামলা দেওয়া হচ্ছে। আমরা এসব মামলার প্রতিবাদে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করছি।

“তবে এই কর্মসূচি পালনের জন্য আমরা কোনও ব্যবসায়ীকে চাপ দেইনি। সকল ব্যবসায়ী স্বতঃস্ফুর্তভাবে এই কর্মসূচি পালন করছেন।”

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতের চলে যান। এরপর সরকারের শূণ্যতা পূরণে ৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দায়িত্ব নিয়েছে অন্তবর্তী সরকার।

ছাত্র-জনতার আন্দোলন দমনের সরকারি অভিযানে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ড ও অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় কয়েকটি মামলা হয়েছে, যার তদন্তও শুরু হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত