Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
Beta
সোমবার, ১৭ মার্চ, ২০২৫
ইসলামী ব্যাংকের ৯১৮ কোটি টাকা আত্মসাৎ

এস আলমের ছেলে আহসানসহ ৫২ জনের নামে মামলা

ss-islami-bank-motijheel-28012025
[publishpress_authors_box]

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এবং জালিয়াতি ও প্রতারণা আশ্রয় নিয়ে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদাসলে ৯১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আহসানুল বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের (এস আলম) ছেলে।

মঙ্গলবার দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়েছে বলে সাংবাদিকদের জানান কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

এর আগে গত ৮ জানুয়ারি আহসানুল ও তার ভাই আশরাফুল আলমসজ ৫৪ জনের নামে মামলা করেছিল দুদক। সেই মামলায় জালিয়াতির করে ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় এক হাজার ১১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল।

নতুন মামলায় আহসানুল আলম ছাড়াও ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান সেঞ্চুরী ফুড প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুল ইসলাম চৌধুরী, পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, ব্যাংকটির সাবেক পরিচালক মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক নমিনী পরিচালক সৈয়দ আবু আসাদ, ইসি কমিটির সাবেক সদস্য ও ভাইস চেয়ারম্যান তানভীর আহমদকেও মামলায় আসামি করা হয়েছে।

এছাড়া ইসি কমিটির সদস্য ও পরিচালক মো. কামরুল হাসান, সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মাদ সালেহ জহুর, সাবেক পরিচালক অধ্যাপক নাজমুল হাসান, সাবেক পরিচালক ফসিউল আলম, সাবেক সদস্য আবু সাইদ মোহাম্মদ কাশেম, সাবেক পরিচালক জামাল মোস্তফা চৌধুরীসহ অন্যান্যদের আসামি করা হয়েছে।

মামলায় ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা, যা মুনাফাসহ ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকা আত্মসাৎ ও অর্থের প্রকৃত উৎস্য গোপন ও স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

অভিযোগ বলা হয়েছে, দুই থেকে চার কো‌টি টাকার ঋণ পাওয়ার মত প্রতিষ্ঠান‌ সেঞ্চুরী ফুড প্রোডাক্ট লিমিটেডকে ধা‌পে ধা‌পে ১ হাজার কো‌টি টাকা ঋণ দি‌য়ে সবশেষ ৮২৭ কো‌টি টাকা আত্মসাৎ করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৭৮/৪৭১/৪৭৭ক/১০৯ ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম। ব্যাংকটির চেয়ারম্যান হন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম। ব্যাংকটির বিতরণ করা ঋণের পরিমাণ ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা।

নতুন চেয়ারম্যানের দেওয়া হিসাব মতে, ব্যাংকটি থেকে এর মধ্যে প্রায় ৮৮ হাজার কোটি টাকা একাই বের করে নিয়েছে এস আলম গ্রুপ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশে প্রকাশ্যে দেখা যায়নি এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলমকে (এস আলম)। বিগত সরকারের সময়কার আলোচিত ও প্রভাবশালী এই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যাংক খাতের অর্থ লুটপাটসহ অনেক অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত