Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
বগুড়ায় জোড়া খুন

মামলায় আসামি জেলা পরিষদ সদস্যসহ ১৩, গ্রেপ্তার ৪

ss-bagura-thana-19062024
[publishpress_authors_box]

বগুড়ায় ঈদের রাতে জোড়া খুনের ঘটনায় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের গেপ্তার করা হয় বলে বুধবার সকালে জানান সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীনুজ্জামান। 

সৈয়দ কবির আহমেদ মিঠু
সৈয়দ কবির আহমেদ মিঠু

সৈয়দ কবির আহমেদ মিঠু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য হওয়ার দৌড়ে অংশ নিয়েছিলেন। তবে এ আসনে জয়ী হন আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু। ঈগল প্রতীক নিয়ে লড়াই করা মিঠু পেয়েছিলেন ১০ হাজার ১৭৯ ভোট।

এর আগে মঙ্গলবার রাতেই কবির আহমেদ মিঠুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন নিহত শরিফের মা হেনা বেগম।

মামলায় মিঠুর ছোট ভাই জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সৈয়দ সার্জিল আহমেদ টিপু, পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমুসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও অন্তত ১৫ জনকে। 

এই মামলায় মিঠু বাদে গ্রেপ্তার অন্যরা হলেন, সদরের সুলতানগঞ্জ পাড়া এলাকার ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত আজবিন রিফাত (১৯), নিশিন্দারা খাঁপাড়া এলাকার শেখ সৌরভ ও নিশিন্দারা পূর্বপাড়ার নাঈম হোসেন (২৮)।

মামলার এজাহারে বলা হয়েছে,  ঈদের দিন বিকালে নামাজগড় থেকে হাকির মোড়গামী নির্মাণাধীন রাস্তা দিয়ে যাওয়ার সময় নিহত রুমনের মোটর সাইকেল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহম্মেদ টিপুর গাড়িতে ধাক্কা লাগে। ওই গাড়িতে টিপুর মেয়ে ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে আসামীরা ওই দিন রাত ১২টায় শরিফ শেখ, রুমন, হোসাইনকে ঘটনাস্থল চকরপাড়ার জাহিদ মিয়ার ইউক্যালিপ্টাস বাগানে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। 

ঈদের রাতে কেন জোড়া খুন বগুড়ায়

তদন্ত কর্মকর্তা মো. শাহিনুজ্জামান জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টায় মামলাটি করা হয়। চারজনকে মামলায় গ্রেপ্তারও দেখানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, মঙ্গলবার সৈয়দ কবির আহম্মেদ মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল র‌্যাব। জিজ্ঞাসাবাদ শেষে রাত ৩টার দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার রাত দেড়টার দিকে নিশিন্দারা চকপাড়া এলাকার জাহিদ মিয়ার ইউক্যালিপ্টাস বাগানের গলিতে ওই এলাকার রুমন (১৭) ও শরিফকে (১৮) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই সময় তারা গোলাগুলির ঘটনাও ঘটায়।

এতে নিহতদের বন্ধু একই এলাকার হোসেন পায়ে গুলিবিদ্ধ হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে হোসেনকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত