Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বাণিজ্য মেলায় বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক ও রিচার্জ কুপন

ss-bkash-14012025
[publishpress_authors_box]

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নির্দিষ্ট স্টল থেকে পোশাক-প্রসাধনী, খাবার ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে বিকাশে পেমেন্ট করলেই মিলবে ক্যাশব্যাক। আবার ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করলে পাওয়া যাবে ৫০ টাকার মোবাইল রিচার্জ কুপন।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা উপলক্ষ্যে গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।

ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিসিএফইসি) গত ১ জানুয়ারি শুরু হয়েছে এই মেলা, যা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, মাসব্যাপী বাণিজ্যমেলা থেকে পোশাক, প্রসাধনী, খাবার এবং নিত্যপণ্যের কিছু নির্দিষ্ট ষ্টল থেকে পণ্য কিনে বিকাশে পেমেন্ট করলেই সর্বমোট ১০০ টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে।

আবার ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করলে গ্রাহকরা একবার পাবেন ৫০ টাকার মোবাইল রিচার্জ কুপন। কুপনটি ব্যবহার করতে পরবর্তী দুদিনের মধ্যে বিকাশের মাধ্যমে ন্যূনতম ১০০ টাকা রিচার্জ করতে হবে।

পছন্দের পণ্য ও সেবা নিয়ে বিকাশ অ্যাপ থেকে কিউআর কোড স্ক্যান করে, পেমেন্ট গেটওয়ে বা অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্ট করারও সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এছাড়া, *২৪৭# ডায়াল করেও পেমেন্ট করার সুযোগ থাকছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত