Beta
রবিবার, ১৯ মে, ২০২৪
Beta
রবিবার, ১৯ মে, ২০২৪

ভোট দেখতে এবার কোরিয়া যাচ্ছেন সিইসি

সিইসি
সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দেখে আসার পর এবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচন দেখতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আগামী ৩ এপ্রিল দক্ষিণ কোরিয়া যাচ্ছেন হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম এবং সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন এ সফরে থাকছেন তার সঙ্গে। ১৩ এপ্রিল তাদের দেশে ফেরার কথা।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম  স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, আগামী ৪ থেকে ১২ এপ্রিল সিইসি দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করবেন। কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশনের (এনইসি) আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি।

সিইসির যাতায়াতের বিমান ভাড়া, থাকা-খাওয়া, স্থানীয় যাতায়াতের ব্যয় এনইসি বহন করবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন এর আগেও দক্ষিণ কোরিয়ার নির্বাচন দেখতে গিয়েছিল দেশটির নির্বাচন কমিশনের খরচে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত