Beta
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

ভোট দেখতে এবার কোরিয়া যাচ্ছেন সিইসি

সিইসি
সিইসি কাজী হাবিবুল আউয়াল। ফাইল ছবি : সকাল সন্ধ্যা
Picture of প্রতিবেদক, সকাল সন্ধ্যা

প্রতিবেদক, সকাল সন্ধ্যা

[publishpress_authors_box]

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দেখে আসার পর এবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট নির্বাচন দেখতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আগামী ৩ এপ্রিল দক্ষিণ কোরিয়া যাচ্ছেন হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম এবং সিইসির একান্ত সচিব রিয়াজউদ্দিন এ সফরে থাকছেন তার সঙ্গে। ১৩ এপ্রিল তাদের দেশে ফেরার কথা।

নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম  স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, আগামী ৪ থেকে ১২ এপ্রিল সিইসি দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করবেন। কোরিয়ার ন্যাশনাল ইলেকশন কমিশনের (এনইসি) আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন তিনি।

সিইসির যাতায়াতের বিমান ভাড়া, থাকা-খাওয়া, স্থানীয় যাতায়াতের ব্যয় এনইসি বহন করবে।

বাংলাদেশ নির্বাচন কমিশন এর আগেও দক্ষিণ কোরিয়ার নির্বাচন দেখতে গিয়েছিল দেশটির নির্বাচন কমিশনের খরচে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত