Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

থামল সেল্টিকের অজেয় যাত্রা, বিতর্কিত পেনাল্টিতে আতালান্তার হার

ইংলিশ প্রথম ফুটবলার হিসেবে উয়েফার ক্লাব টুর্নামেন্টে হ্যারি কেইন করলেন ৬০ গোল। ছবি : এক্স
ইংলিশ প্রথম ফুটবলার হিসেবে উয়েফার ক্লাব টুর্নামেন্টে হ্যারি কেইন করলেন ৬০ গোল। ছবি : এক্স
[publishpress_authors_box]

ঘরের মাঠে অজেয় হয়ে উঠেছিল সেল্টিক। টানা ৩২ ম্যাচ হারের স্বাদ পায়নি তারা। চ্যাম্পিয়নস লিগ নকআউট প্লে-অফের প্রথম লেগে সেল্টিকের অজেয় যাত্রা থামাল বায়ার্ন মিউনিখ। ২-১ গোলে জিতছে জার্মান দলটি।

 মাইকেল ওলিস ও হ্যারি কেইন জার্মান দলটির হয়ে করেন একটি করে গোল। তাতে অনন্য মাইলফলকে পা রেখেছেন হ্যারি কেইন। ইংলিশ প্রথম ফুটবলার হিসেবে উয়েফার ক্লাব টুর্নামেন্টে করলেন ৬০ গোল। এই মৌসুমে ২৯ ম্যাচে তার গোল ২৯টি আর চ্যাম্পিয়নস লিগে ৮ ম্যাচে করলেন ৭ গোল।

ফল

সেল্টিক ১ : ২ বায়ার্ন মিউনিখ

ফেইনুর্ড ১ : ০ এসি মিলান

ব্রুগা ২ : ১ আতালান্তা

মোনাকো ০ : ১ বেনফিকা

এছাড়া শেষ ষোলোয় যাওয়ার প্লে-অফের প্রথম লেগে এসি মিলানকে ১-০ গোলে হারিয়েছে ফেইনুর্ড। ব্রুগা ২-১ গোলে আতালান্তাকে আর বেনফিকা ১-০ গোলে হারিয়েছে মোনাকোকে। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে ব্রুগার বিতর্কিত পেনাল্টি গোল ছিল বুধবার রাতের অন্যতম আলোচিত ঘটনা।

সেল্টিক পার্কে বুধবার প্রথম মিনিটেই বায়ার্নের জালে বল পাঠিয়েছিলেন নিকোলাস কুন। তবে অ্যাডাম আইডা অফসাইডে থাকায় গোল পায়নি সেল্টিক। ৪৫তম মিনিটে বাঁ পায়ের গতিময় বাঁকানো শটে বায়ার্নকে এগিয়ে নেন ওলিস।

৪৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। জশুয়া কিমিখের কর্নারে অসাধারণ ভলিতে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৪ ম্যাচে ৭৩তম গোলটি করেন তিনি। ৭৯ মিনিটে দাইজেন মায়েদা এক গোল ফেরালেও সেল্টিক আর সমতা ফেরাতে পারেনি ম্যাচে।

ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে গুস্তাফ নিলসনের পেনাল্টিতে জিতেছে ব্রুগা।

অপর ম্যাচে এসি মিলানের বিপক্ষে তৃতীয় মিনিটে ফেইনুর্ডকে এগিয়ে নিয়েছিলেন ইগর পায়াক্সাও। গোলরক্ষক মাইক মাইগানের জন্য রুটিন সেভ ছিল এটা, কিন্তু তার গ্লোভস ফস্কে বল জড়ায় জালে। এই গোলই আর ফেরাতে পারেনি মিলান।

আতালান্তাকে ২-১ গোলে ক্লাব ব্রুগার হারানোর ম্যাচে হয়েছে বিতর্ক। ১৫ মিনিটে ফেরান জুটগ্লার গোলে এগিয়ে যায় ব্রুগা। ৪১ মিনিটে আতালান্তাকে সমতায় ফেরান মারিও পাসালিক। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে গুস্তাফ নিলসনের পেনাল্টিতে নাটকীয় জয় পায় ব্রুগা। বিতর্ক এই পেনাল্টি পাওয়া নিয়েই।

বল তাড়ায় আতালান্তার ইসাক ইয়েনের হাত লেগেছিল ব্রুগার নিয়েলসনের মুখে। সামান্য এই ছোঁয়ায় ভিএআর পেনাল্টি দিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান আতালান্তা কোচ গেসপিরিনি, ‘‘ফুটবল এমন পথে যাচ্ছে যা আসলে ফুটবল নয়।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত