শেষ ষোলোর বাধা টপকে কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে আট দল। তাদের নিয়ে হবে কোয়ার্টার ফাইনালের ড্র। শেষ আটে সবচেয়ে বেশি ক্লাব স্পেনের। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ শিরোপা জয়ী রিয়াল মাদ্রিদের সঙ্গে রয়েছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।
ইংল্যান্ডের দল দুটি- ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। তাদের সমান জার্মানি থেকে আছে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। আর ফ্রান্সের একমাত্র প্রতিনিধি প্যারিস সেন্ত জার্মেই।
তবে কোয়ার্টার ফাইনালের ড্র’তে দেশ নিয়ে কোনও ‘সীমাবদ্ধতা’ নেই। কারণ এই রাউন্ডে একই দেশের দুই ক্লাব প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যেতে পারবে। অর্থাৎ, এক দল বাকি সাত দলের যেকারও মুখোমুখি হতে পারবে। সেই হিসাবে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেই এল ক্লাসিকোর মঞ্চ তৈরি হতে যেতে পারে।
শুক্রবার (১৫ মার্চ) সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার সদর দপ্তরে হবে কোয়ার্টার ফাইনালের ড্র। শুধু শেষ আট নয়, ফাইনালের গতিপথও আঁকা হয়ে যাবে এই ড্র অনুষ্ঠানে। কারণ ২০১৮-১৯ মৌসুম থেকে কোয়ার্টার ফাইনালের ড্রতেই সেমিফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ করার পথ তৈরি করা হচ্ছে।
কোয়ার্টার ফাইনালে যারা
প্যারিস সেন্ত জার্মেই
বায়ার্ন মিউনিখ
রিয়াল মাদ্রিদ
ম্যানচেস্টার সিটি
বার্সেলোনা
আর্সেনাল
আতলেতিকো মাদ্রিদ
বরুসিয়া ডর্টমুন্ড