জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস হুমকি দিয়েছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের সব ম্যাচের ভেন্যুতে হামলা করার।
আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল-আজাইম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায় এই হামলার হুমকি।। পোস্টারের মতো একটি ছবি প্রকাশ করেছে তারা, যেখানে কালো পোশাক একে-৪৭ রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি।
তার সামনে স্টেডিয়াম আর পেছনে এ সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের চারটি ভেন্যুর নাম- এমিরেটস স্টেডিয়াম, পার্ক দে প্রিন্সেস, মেত্রোপলিতানো অ্যারেনা ও সান্তিয়াগো বার্নাব্যু। ক্যাপশনে লেখা, ‘‘হত্যা করো সবাইকে।’’
ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনের কর্তৃপক্ষ আইএসের হুমকির খবরটি পেয়েছে বলে দাবি করেছে মার্কাসহ একাধিক সংবাদ মাধ্যম। তবে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই আছে বলে বিশ্বাস তিন দেশের সরকারেরই।
এমন হুমকির মাঝে এমিরেটসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আজ (মঙ্গলবার) রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি ১২ ম্যাচে বায়ার্নের জয় ৭, আর্সেনালের ৩ আর ড্র ২টি। ২০১৫-১৬ মৌসুমে দুই লেগ মিলিয়ে বায়ার্ন জিতেছিল ১০-২ গোলে। দুই দলের সবশেষ তিন ম্যাচের তিনটিতেই বায়ার্ন জিতেছে একই স্কোর ৫-১ গোলে!
তবে এবারের ছবিটা আলাদা। আর্সেনাল রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ টানা ১১ বছর জেতা শিরোপাটা হারানোর ক্ষণ গুণছে এখন। শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের চেয়ে ২৮ ম্যাচ শেষে তারা পিছিয়ে ১৬ পয়েন্টে। এক ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত করবে লেভারকুসেন।
মৌসুম শেষে বাভারিয়ানদের দায়িত্ব ছাড়বেন কোচ টমাস টুখেল। তবে দলটা টুখেলের আর বায়ার্ন বলে আর্সেনাল কোচ মিকেল আরতেতা সমীহ করছেন তাদের “আমি টুখেলের ভক্ত। তিনি যেভাবে ছক সাজান, বায়ার্ন যেভাবে খেলে আর বাকবদল করে…আমি অনেক শিখেছি টুখেলের কাছ থেকে। অনেক আবেগ ও উচ্ছ্বাস থাকবে এমিরেটসে। ১৫ বছরে আমরা এই সুযোগ পাইনি। এমন পরিসংখ্যানই জানাচ্ছে আমাদের জন্য কতটা বিশেষ এই রাত। ”
হ্যারি কেইন এখন বায়ার্নে খেলেন। টটেনহামে থাকতে তিনি আর্সেনালের বিপক্ষে ১৯ ম্যাচে করেছেন ১৪ গোল। তাকে নিয়েও সতর্ক আরতেতা, ‘‘ ম্যাচটা কেবল তার (কেইন) বিপক্ষে নয়, বায়ার্নের আরও দশ জনের বিপক্ষে। কেইনকে আমরা ভালোভাবে জানি। তার কী সামর্থ্য আছে, সেটাও জানি।’’