Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

টাইব্রেকারে লিভারপুলের হৃদয় ভাঙল পিএসজি, কেইনের ইতিহাস

9999999
[publishpress_authors_box]

ইতিহাসই বদলে দিল পিএসজি। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ জিতে এসে কখনও নকআউট থেকে বিদায় নেয়নি লিভারপুল। এবার বদলে গেল সেটা।

শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ১-০ গোলে জিতেছিল অলরেডরা। কিন্তু মঙ্গলবার নিজেদের মাঠে পেরে উঠেনি আর্নে স্লটের দল। উসমান দেম্বেলের গোলে পিএসজি সমতা ফেরালে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। জমজমাট ম্যাচটি এরপর গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পেল পিএসজি। আর গ্রুপ পর্বে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া লিভারপুল বিদায় নিল শেষ ষোলোতেই।

দুটি শট ঠেকিয়ে পিএসজির নায়ক গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা।

ফল

লিভারপুল ০ : ১ পিএসজি

দুই লেগে সমতা ১-১। টাইব্রেকারে পিএসজি ৪-১ ব্যবধানে জয়ী।

লেভারকুসেন ০ : ২ বায়ার্ন

দুই লেগ মিলিয়ে বায়ার্নের অগ্রগামিতা ৫-০

ইন্টার ২ : ১ ফেইনুর্ড

দুই লেগ মিলয়ে ইন্টারের আগ্রগামিতা ৪-১

 দুটি শট ঠেকিয়ে এর নায়ক গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। দুই লেগের ২১০ মিনিটের খেলায় ১৬টি সেভ করেছিলেন লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার। সেই তিনিই টাইব্রেকারে আটকাতে পারেননি কোনো শট। তাতে চ্যাম্পিয়নস লিগ নকআউটে সর্বশেষ ৬ ম্যাচের ৩টিতে প্রথম লেগে হেরেও দ্বিতীয় লেগে জিতে পরের ধাপে নাম লেখাল পিএসজি।

শেষ ষোলোর দ্বিতীয় লেগের অপর ম্যাচে লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। একটি করে গোল করেছেন হ্যারি কেইন ও ডেভিস। এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে কেইনের গোল এখন ১০টি। ইংল্যান্ডের কোনো খেলোয়াড় এক মৌসুমে করতে পারেননি এত বেশি গোল।

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে কেইনের গোল এখন ১০টি।

অ্যানফিল্ডে ১২তম মিনিটে গোল করেছিলেন উসমান দেম্বেলে। মাঝমাঠে বল পেয়ে দেম্বেলে ডান দিকে ব্র্যাডলি বার্কোলাকে বাড়িয়ে দ্রুত এগিয়ে যান ডি-বক্সে। ফিরতি পাসটা লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলের কাছে আগেভাগে পৌঁছালেও বিপদমুক্ত করতে পারেননি। গোলমুখে পাওয়া বল ছোট্ট টোকায় জালে জড়ান দেম্বেলে।

অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে ২০১৭ সালের সেপ্টেম্বরের পর এটাই দ্রুত সময়ে গোল হজমের রেকর্ড লিভারপুলের। এরপর জমজমাট ম্যাচে গোলের দেখা পায়নি আর কোনো দল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

পিএসজির ভিতিনিয়া, গনসালো রামোস, দেম্বেলে ও দিসায়ার দুয়ের শট ঠেকাতে পারেননি আলিসন বেকার। আর লিভারপুলের দারউইন নুনেস ও কার্টিস জোনসের শট ঠেকিয়ে পিএসজির নায়ক বনে যান দোন্নারুমা।

ম্যাচটা হারলেও মোহাম্মদ সালাহদের পারফরম্যান্সে খুশি লিভারপুল কোচ আর্নে স্লট, ‘‘আমার সমৃক্ততা থাকা সেরা ম্যাচ এটা। ম্যানসিটি বা রিয়ালের বিপক্ষে প্রথম ২৫ মিনিটের কথা বলতে পারি, তবে আজকের ম্যাচের প্রথম ২৫ মিনিট ছিল অবিশ্বাস্য।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত