Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন বাংলাদেশের

ch8
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নাজমুল হোসেন শান্তরা এখন আরব আমিরাতে। সোমবার পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে ভারতের। কিন্তু বাংলাদেশের জার্সি উন্মোচনই হয়নি এতদিন। আজ (রবিবার) হয়ে গেল সেটাও। সেই আয়োজনে থাকল অভিনবত্ব।

সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ধ্যা সাড়ে ৬টার কিছু সময় পর এক ভিডিওতে এবারের চ্যাম্পিয়নস ট্রফির জার্সি উন্মোচন করেছে বিসিবি। জার্সিতে যথারীতি আছে লাল-সবুজের মিশেল। সে সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে সোনালি রঙের বাঘের অবয়ব।

গাঢ় সবুজে শ্যামল বাংলার চিরায়ত রূপ, রক্ত লালে জেগে ওঠার শক্তি। আর আমাদের শৌর্যের প্রতীক রয়েল বেঙ্গল টাইগারও রয়েছে জার্সিরে সামনের অংশে নিচের দিকে। সঙ্গে বাংলাদেশের সবুজের প্রতীক ঘাস ও লতাপাতা শোভা পেয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই ভিডিওতে নতুন জার্সিতে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ দলে থাকা ১৫ ক্রিকেটারের সবাই।

জার্সির মাঝ বরাবর আছে বাংলাদেশ নাম। আর নিচে জায়গা পেয়েছে দেশের জাতীয় প্রাণী রয়েল বেঙ্গল টাইগার। ভিডিও ব্যাকগ্রাউন্ডে বেজেছে, ‘‘শত সংকট, শত সংশয়, জয়ের হাতছানি থেকে শত হতাশার ভয়, সর্বদা সাথে ছিল একতাই এই সারা বাংলাদেশ। জয়ের আনন্দে উল্লাস অথবা পরাজয়ের গ্লানি সর্বদা সাথে ছিল একতাই এই সারা বাংলাদেশ। আবারও দেশের পতাকা হাতে বিশ্বমঞ্চে এই যাত্রা। অতীতের গ্লানি মুছে দেবে, অকুতোভয়দের নতুন মাত্রা। সাথে ছিল, সাথে থাকবে একতাই এই সারা বাংলাদেশ।’’

ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসাই ঝরেছে জার্সি নিয়ে। এক ঘণ্টা না পেরুতেই কমেন্ট পড়েছে ৩৪ হাজারের বেশি। একজন লিখেছেন, ‘‘বাংলাদেশের সেরা জার্সি’’। আসলেই কি তাই?

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ উড়াল দিবে পাকিস্তানে।  নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ ফেব্রুয়ারি আর ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত