Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আলোচনাই হয়নি বিসিসিআই-পিসিবির

champions trophy1
[publishpress_authors_box]

কলম্বোয় শেষ হলো আইসিসির চার দিনব্যাপী বার্ষিক সম্মেলন। অথচ পরের বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আলোচনাই করল না বিসিসিআই ও পিসিবি! ভারতীয় দল পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে না, এই আলোচনা অনেক আগের।

 ভারতের জন্য গত এশিয়া কাপও হয়েছিল হাইব্রিড মডেলে। আইসিসির সভায় তাই সবার নজর ছিল দুই বোর্ডের আলোচনায়। কিন্তু সেই আলোচনাই হয়নি।

বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণকারী বিসিসিআইয়ের এক কর্তা পিটিআইকে জানান, ‘‘আমাদের আলোচনা সূচিতে এ বিষয়টা ছিলই না। তাই কোনও আলোচনা হয়নি।”

বোর্ডের সেই কর্তা আরও বলেন, ‘‘এটা দ্বিপাক্ষিক কোনও সিরিজ নয় যে দুই দেশের ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে আলোচনায় বসবে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আমাদের সঙ্গে পিসিবি-র কোনও আলোচনাই হয়নি। বার্ষিক সাধারণ সভাতেও এই বিষয় নিয়ে আলোচনা হয়নি।”
এদিকে, একটি হিন্দি দৈনিকের খবর অনুযায়ী, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরতে পারে। ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায় তাহলে সেখান থেকে সরে যাবে এই টুর্নামেন্ট। সেক্ষেত্রে টুর্নামেন্ট সরে যেতে পারে দুবাই বা শ্রীলঙ্কায়।

পাক বোর্ডের এক কর্তা পিটিআইকে বলেন, “পাক ক্রিকেট বোর্ড নিজেদের পক্ষ থেকে যা যা করার করেছে। তারা প্রস্তাবিত সূচি জমা দিয়েছে। খরচ কত হবে তা-ও জানিয়েছে। এ বার যা ঠিক করার আইসিসি করবে।”

পিসিবির প্রস্তাবিত সূচিতে ভারতের সব ম্যাচ লাহোরে রাখা হয়েছে। ভারত সেমিফাইনালে উঠলে সেই ম্যাচও হবে লাহোরে। ফাইনালও হবে সেখানে।

 মাঠের পাশে একটি বিলাসবহুল হোটেল তৈরি করতে পারে পিসিবি। সেখানেই রাখা হবে ভারতীয় ক্রিকেটারদের। কিন্তু আসলেই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে হবে তো?

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত