Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
‘হাইব্রিড মডেল’ মাথায় রেখে বাজেট ৬৫ মিলিয়ন ডলার

ভারত ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি

৪৫প
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানেই হবে তো? সেটা নিশ্চিত নয় এখনও। তবে আগামী বছর হতে যাওয়া টুর্নামেন্টের খসড়া সূচি অনেক আগে আইসিসির কাছে জমা দিয়েছে পিসিবি। সেই খসড়া সূচিটা আজ প্রকাশ করেছে ‘ক্রিকবাজ’।

সেই সূচি অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ বাংলাদেশের। সাকিব, শান্ত, হৃদয়রা প্রথম ম্যাচ খেলবেন রোহিত-কোহলি-বুমরাদের ভারতের সঙ্গে।

এছাড়া বাংলাদেশ ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে আর ২৭ ফেব্রুয়ারি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ভারত-পাকিস্তানের প্রতীক্ষিত ম্যাচটি হবে ১ মার্চ। প্রথম সেমিফাইনাল ৫ মার্চ ও দ্বিতীয় সেমিফাইনাল ৬ মার্চ।

ফাইনাল মাঠে গড়াবে ৯ মার্চ। ফাইনালে আছে রিজার্ভ ডে। এছাড়া ১২-১৮ ফেব্রুয়ারি অংশ নেওয়া দলগুলো খেলবে প্রস্ততি ম্যাচও। এ সময় টুর্নামেন্টের প্রচারণাতেও অংশ নিবেন খেলোয়াড়রা। তবে প্রশ্ন হচ্ছে, এই আয়োজনে নিরাপত্তার কারণে ভারতীয় দল পাকিস্তানে আসবে তো?

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে। ৮-১৪ ফেব্রুয়ারি এই সিরিজের সব ম্যাচ হবে মুলতানে।

টুর্নামেন্টের কিছু ম্যাচ পাকিস্তানের বাইরে হতে পারে ধরে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ৬৫ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন করেছে আইসিসি। সম্প্রতি কলম্বোয় অনুষ্ঠিত ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির বোর্ড মিটিংয়ে এই অনুমোদন দেওয়া হয়। টুর্নামেন্টটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৫০ লাখ ডলার। ২ কোটি ডলার খরচ হবে প্রাইজমানিতে। ১ কোটি ডলার বরাদ্দ টেলিভিশন ব্রডকাস্টিংয়ের জন্য।

পাকিস্তানের বাইরে টুর্নামেন্টটি কোথায় হতে পারে তা না জানালেও প্রধান নির্বাহীদের কমিটি সিইসির বাজেট অনুমোদনের সংযুক্তিতে বলা হয়েছে, ‘‘পিসিবি আয়োজক সমঝোতায় স্বাক্ষর করেছে। দরকার হলে পাকিস্তানের বাইরে যেন ম্যাচ আয়োজন করা যায়, সেটির জন্য আনুমানিক বাড়তি একটি খরচও অনুমোদন করা হয়েছে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত