Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

‘পদাতিক’ এখন ঢাকায়: চলচ্চিত্র উৎসবে বৃহস্পতিবার আরও যেসব সিনেমা দেখা যাবে

পদাতিক, চঞ্চল চৌধুরী
পদাতিক-এ মৃণাল সেনের যুবা ও বয়স্ক দুই চরিত্রেই দেখা যায় চঞ্চল চৌধুরীকে
[publishpress_authors_box]


গেল বছর মুক্তি পাওয়া টলিউডের অন্যতম সিনেমা পদাতিক নির্মিত হয়েছে কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জীবন ধরে। নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখার্জি আর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকার আলোচিত অভিনেতা চঞ্চল চৌধুরী।

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে গেল বছরের ১৫ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পায়। কথা ছিল একই সময়ে মুক্তি পাবে বাংলাদেশেও। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনে সেটি আর হয়নি।

এবার চলচ্চিত্রটি দেখানো হবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। যেখানে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে নির্বাচিত হয়েছে পদাতিক

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সিনেমাটি বিনামূল্যে দেখতে পারবেন দর্শক। এমনটাই নিশ্চিত করেছে উৎসব কর্তৃপক্ষ।

প্রদর্শনী শুরুর আগে রয়েছে পরিচিতি পর্বও। যাতে উপস্থিত থাকার কথা রয়েছে নির্মাতা সৃজিত মুখার্জিসহ কলাকুশলীরা।
পদাতিক-এ মৃণাল সেনের যুবা ও বয়স্ক দুই চরিত্রেই দেখা যায় চঞ্চল চৌধুরীকে।

বৃহস্পতিবার আরও যেসব চলচ্চিত্র প্রদর্শিত হবে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্রে উৎসবে

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা

২:৩০- প্রজেক্টসনিস্ট (ঘরবানালী তাহেরিফর, ইরান)

৪:৩০- পারফর্মিং কাওয়েও’স ফিউনারেল (নোরিকো ইউয়াসা)

জাতীয় জাদুঘর (মেইন অডিটোরিয়াম)

৩:০০- মেলোডি (বেহরাজ সেবৎ রসৌল, ইরান)

৫:০০- বোটলমেন (নেমঞ্জা ভোজিনভিক, সার্বিয়া)

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল অডিটোরিয়াম)

৩:০০- ইগো ইস্ট (আর্সেন আরকেল্যান, আর্মেনিয়া), হায়াটি (ওজান বোজ, তুর্কি), হ্যালো সালমা (মোহাম্মদ হোসেন সলেমানি, ইরান), আওয়ার মেমোরি (আলেক্সজাড্রা ব্রেজনে, ফ্রাঞ্চ), আওয়ার মাদার (ডানিয়েল পাগলিয়া, ইতালি)

৫:০০- নামহীন গোত্রহীন (চন্দ্রভন দেবী মুহু, বাংলাদেশ), আর কতবার বলবো (রেহানা সামদানী, বাংলাদেশ)

৭:০০- আনারকলি (আলম আনোয়ার, বাংলাদেশ), বারেন (মনসুর ভসৌঘি, ইরান)

শিল্পকলা একাডেমি (ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়াম)

৩:৩০- সানডে (শরিক খোলিকোভ, উজবেকিস্তান)

৫:৩০- দা সাউন্ড ইস লাউড (ইভান মনোয়ার), দা রিবার্থ অব বাংলাদেশ (রাকিবুল হাসান), ডিসকানেক্টেড (আদনান বাঙ্গালী), চাঁদ আকাশের গল্প (অমিত হিমেল), পথ (লাহুল মিয়া), জুলাইয়ের চিঠি (ঐ), সহযাত্রা (আহাদ তানভীর)—বাংলাদেশ

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত