Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বিসিবি চাইলে পদত্যাগ করবেন হাথুরুসিংহে

বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় পরিবর্তন আসছে। এরই মধ্যে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন সরে দাঁড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন। নতুন সভাপতির নামও শোনা যাচ্ছে। এই অবস্থায় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সরানোর দাবি উঠেছে। শ্রীলঙ্কান কোচ যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি আছেন। বিসিবি চাইলে তিনি পদত্যাগ করবেন।

একদিন পরেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট-পরীক্ষা শুরু বাংলাদেশের। রাওয়ালপিন্ডি টেস্টের জোর প্রস্তুতি চলছে নাজমুল হোসেন শান্তদের। ক্রিকেট ব্যস্ততার মাঝেও বিসিবির চলমান রদবদল প্রক্রিয়ার কথা তাদের কানেও যাওয়ার কথা।

তবে এই জায়গায় কোচ হাথুরুসিংহের অবস্থান পরিষ্কার। বিসিবিতে কী হচ্ছে, তার কিছুই নাকি জানা নেই তার। সোমবার (১৯ আগস্ট) রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেছেন, “আমার কোনও ধারণা নেই বাংলাদেশে (বিসিবি) কী চলছে।”

সত্যি কি ধারণা নেই পাকিস্তানে টেস্ট মিশনে থাকা হাথুরুসিংহের? প্রশ্নটা এসে যাচ্ছে তার বলা পরের কথাগুলোর কারণে। যখন লঙ্কান কোচ তার চেয়ার টিকে থাকার ব্যাপারে বলেছেন, “আমার ভবিষ্যতের কথা বললে, যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে, আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি।”

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল চলছে। ক্রীড়াঙ্গনেও যার ছোঁয়া লেগেছে। বিসিবি সভাপতির পর কোপ পড়তে পারে হাথুরুসিংহের ওপরেও। যদিও ভবিষ্যৎ নিয়ে খুব একটা শঙ্কিত নন এই কোচ।

কিন্তু বিসিবি থেকে যদি সরে যেতে বলা হয়, তাহলে কী করবেন হাথুরুসিংহে? এবার তার পরিষ্কার উত্তর, “বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই (পদত্যাগ করতে)। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব।”

বিসিবির পরিচালকদের খুব কাছের লোক হিসেবে পরিচিত হাথুরু। দল নির্বাচনে তার বড় ভূমিকা থাকে। নির্বাচকরা অপেক্ষা করেন কোচের ছাড়পত্রের জন্য। যদিও দল নির্বাচনে কোচ ও অধিনায়কের মতামত নেওয়া হয় শুধু, সিদ্ধান্ত নয়। হাথুরুর পছন্দের কারণেই সৌম্য সরকার ধারাবাহিক না হয়েও সিরিজের পর সিরিজ সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত