Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
[publishpress_authors_box]

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বালুবাহী পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাকিলা গোগরা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন- হাজীগঞ্জ উপজেলার বাকিলা ফুলছোয়া গ্রামের বাহরাইন প্রবাসী মোজাম্মেল হোসেন (৪৫), তার স্ত্রী পিংকি আক্তার (৩০) ও যাত্রী মো. সবুজ হোসেন (২৫)। সবুজের গ্রামের বাড়ি গোগরা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অটোরিকশাটি হাজীগঞ্জ থেকে চাঁদপুর যাচ্ছিল। পথে বালুবাহী গোগরা এলাকায় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সবুজ। আহত হন মোজাম্মেল, তার স্ত্রীসহ চারজন।

চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, মোজাম্মেল দম্পতি হাসপাতালে আনার আগেই মারা যান।

স্বজনরা জানিয়েছেন, মোজাম্মেল বাহরাইন থেকে ছুটিতে দেশে আসেন। ঈদের পর তার বাহরাইন যাওয়ার কথা ছিল। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, দুর্ঘটনার পর পিকআপটি জব্দ করা হয়েছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত