সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঝিনাইদহে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
মঙ্গরবার সকালে শহরের পায়রা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, কোটা সংস্কারের দাবিতে সকালে বিক্ষোভ মিছিল বের করতে উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জড়ো হন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র কলেজসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় শহরের পায়রা চত্বর এলাকা থেকে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগের একটি মিছিল পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। লাঠি, রড দিয়ে তারা শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেয়। ভেঙে ফেলে মাইক।
একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়।
হামলার বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা ফোন ধরেননি।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহীন উদ্দীন জানান, শিক্ষার্থীরা সকালে মাঠে জড়ো হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে একটি মিছিল নিয়ে যাওয়ার পর একটু উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।