Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

হামলার পর পদ হারালেন ২ ছাত্রদল নেতা

মাসুদুজ্জামান রুবেল ও মাসুদ পারভেজ রতন
মাসুদুজ্জামান রুবেল ও মাসুদ পারভেজ রতন
Picture of আঞ্চলিক প্রতিবেদক, কুষ্টিয়া

আঞ্চলিক প্রতিবেদক, কুষ্টিয়া

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রতনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও সুনির্দিষ্ট সেই অভিযোগ সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপি নেতারা বলছেন, কুষ্টিয়ার দৌলতপুর সাব রেজিস্ট্রার অফিস থেকে চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে দলীয় নেতাদের হামলার অভিযোগে উপজেলা ছাত্রদলের শীর্ষস্থানীয় এই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রুবেল-রতনের নেতৃত্বে দৌলতপুর সাব রেজিস্ট্রার অফিস থেকে কিছুদিন ধরে চাঁদা তোলা হচ্ছিল। স্থানীয় বিএনপি নেতাদের পাশাপাশি যুবদলের অন্য নেতারা এর প্রতিবাদ করছিলেন। এ নিয়ে দ্বন্দ্বের জেরে গত বুধবার (৪ সেপ্টেম্বর) রুবেলের নেতৃত্বে একটি দল বিএনপি কার্যালয়ে গিয়ে বিএনপি ও যুবদলের নেতাদের উপর হামলা চালায়। আহত হন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলসহ কমপক্ষে ১০ জন। এ ঘটনায় জাফর ইকবাল কর্নেল বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেছেন।

রুবেল-রতনকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে।”

তাদেরকে বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ বলতে পারেননি তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত