Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫
Beta
বুধবার, ২৬ মার্চ, ২০২৫

ঘূর্ণিঝড়ে বিপাকে চট্টগ্রামের ৩২১ হজযাত্রী

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে রবিবার হজ ফ্লাইট বাতিল করা হয়।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রামে রবিবার হজ ফ্লাইট বাতিল করা হয়।
[publishpress_authors_box]

ঘূর্ণিঝড় রেমালের কারণে বিপাকে পড়েছেন চট্টগ্রামের ৩২১ হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে রবিবার সন্ধ্যা পৌনে ৭টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাদের।

কিন্তু আবহাওয়া অধিদপ্তর রবিবার সকালে ৯ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করায় এদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্লাইট চলাচল বাতিল করেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

ফলে রবিবার সকালে হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চট্টগ্রামের ৩২১ মুসল্লি।

অবশ্য এরই মধ্যে চট্টগ্রামের হজযাত্রীদের বিকল্প পথে জেদ্দায় নেওয়ার ব্যবস্থা করেছে বিমান কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে বাসে করে হজযাত্রীদের ঢাকায় এনে সেখানে থেকে তাদের সৌদি আরবে পাঠানো হবে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশের চট্টগ্রামের ব্যবস্থাপক শাহাদাত হোসেন।           

তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “ঘূর্ণিঝড় রেমালের কারণে চট্টগ্রামে রবিবারের হজ ফ্লাইট বাতিল করা হয়। আমরা ঠিক করেছি, হজযাত্রীদের চট্টগ্রাম থেকে সড়কপথে ঢাকা বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জেদ্দায় পৌঁছাবে।”

বাংলাদেশ বিমানের এই কর্মকর্তা বলেন, “নির্ধারিত দিনের হজযাত্রী নির্ধারিত দিনে না গেলে ঝামেলা হয়। এটি এড়াতে আমরা রবিবারের যাত্রীদের রবিবারই সৌদি আরব পাঠাতে চাইছি।

“হজযাত্রীরা চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে গেলে ইমিগ্রেশন ঢাকা বিমানবন্দরে হবে। কোনও কারণে যদি হজযাত্রীদের কেউ রবিবার যেতে না পারেন, তাহলে অন্যদিন চাইলে যেতে পারবেন। তবে সেটি আগে জানাতে হবে।”

বিমান বাংলাদেশের চট্টগ্রামের ব্যবস্থাপক শাহাদাত হোসেনের সঙ্গে একমত পোষণ করেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সচিব মোহাম্মদ ইদ্রিস মিয়া।

তিনি বলেন, “চট্টগ্রামের সব হজযাত্রী রবিবার বিকাল ৪টা নাগাদ বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দিবেন। তাদের ঢাকায় পৌঁছানো সাপেক্ষে বিমানের ফ্লাইটটি ঢাকা ছাড়বে।

“এজন্য বিমানের ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে। চট্টগ্রামের সব যাত্রী নিয়েই ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হবে এটি।”

ইদ্রিস মিয়া বলেন, “আমরা আশা করছি, ৪টার মধ্যে সব যাত্রী চট্টগ্রামের দামপাড়ায় জমিয়তুল ফালাহ মসজিদের সামনে জড়ো হবেন। চারটি বড় বাস দেওয়া হয়েছে। সব এজেন্সি বাসে করে যাত্রীদের নিয়ে আসতে একমত হয়েছেন।”

চট্টগ্রাম থেকে এবার মোট ৮ হাজার যাত্রী হজে যাবেন। গত ১৩ মে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনায় চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে ২২টি হজ ফ্লাইট।

এর মধ্যে ২০টি ফ্লাইট সরাসরি জেদ্দায় এবং দুটি ফ্লাইট মদিনায় যাবে।

হজ ব্যবস্থাপনা পোর্টালের হিসাব অনুযায়ী, রবিবার বাংলাদেশ থেকে শিডিউল এবং সরাসরি মিলিয়ে মোট সাতটি হজ ফ্লাইট সৌদি আরব যাবে। এসব ফ্লাইটে যাত্রীসংখ্যা ২ হাজার ৮৬০ জন।

এর মধ্যে বাংলাদেশ বিমানের চারটি, সৌদি এয়ারলাইনসের একটি এবং ফ্লাই নাসের দুটি ফ্লাইট আছে। সবগুলো ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় যাবে। এর মধ্যে কেবল চট্টগ্রামের ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত