মাত্র এক বছর দায়িত্বে ছিলেন মাউরিসিও পোচেত্তিনো। তার বিদায়ে যে ক’জন কোচের নাম শোনা যাচ্ছিল, তাদের অন্যতম ছিলেন এনজো মারেসকা। শেষ পর্যন্ত এই ইতালিয়ানকেই বেছে নিল চেলসি। পাঁচ বছরের চুক্তিতে চেলসির দায়িত্ব নিয়েছেন তিনি। চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে চেলসি ও মারেসকার।
গত ২১ মে পারস্পরিক সমঝোতায় পোচেত্তিনো বিদায় নেন চেলসি থেকে। তার ছেড়ে যাওয়া চেয়ারে এবার বসলেন লিস্টার সিটিকে প্রিমিয়ার লিগে ফেরানো মারেসকা। গত বছরের জুনে ফক্সেসের দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমেই করেছেন বাজিমাত। ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নদের প্রিমিয়ার লিগে ফিরিয়ে নজর কাড়েন। তারই ধারাবাহিকতায় চেলসির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ৪৪ বছর বয়সী এই কোচ।
চেলসির দায়িত্ব নিতে পেরে ভীষণ আনন্দিত মারসেকা। তিনি বলেছেন, “বিশ্বের অন্যতম বড় ক্লাব চেলসির কোচ হওয়া যেকারও জন্য স্বপ্নের। স্বাভাবিকভাবেই এই সুযোগটা পেয়ে আমি ভীষণ উত্তেজিত। প্রতিভাবান এই স্কোয়াডের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”
ম্যাচেস্টার সিটি রিজার্ভ দলে কাজ করার অভিজ্ঞতা আছে মারেসকার। এক বছর ইংল্যান্ডে কাজ করে পার্মার মূল দল দিয়ে ফিরেছিলেন ইতালিতে। যদিও সুবিধা করতে পারেননি। এরপর গত বছর দায়িত্ব নেন লিস্টার সিটির। চ্যাম্পিয়নশিপ থেকে এই দলটিকে প্রিমিয়ার লিগে তুলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। যদিও সামনের মৌসুমে লিস্টার নয়, তিনি দাঁড়াবেন চেলসির ডাগ আউটে।
গত পাঁচ বছরে ষষ্ঠ কোচ হিসেবে চেলসির ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন মারেসকা। আমেরিকার ইনভেস্টর টড বোয়েলি ২০২২ সালের মে মাসে ক্লাবটি কেনার পর চতুর্থ কোচ হলেন এই ইতালিয়ান।