Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

চেলসির ৮ গোল, ইউনাইটেডের প্রথম জয়

উয়েফা কনফারেন্স লিগে রীতিমতো গোল উৎকরে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাটেড।
উয়েফা কনফারেন্স লিগে রীতিমতো গোল উৎকরে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাটেড।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

প্রথমার্ধেই এলো ৬ গোল। বিরতি থেকে ঘুরে এসে আরও ২টি। উয়েফা কনফারেন্স লিগে রীতিমতো গোল উৎসব করেছে চেলসি। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। নোয়াহকে উড়িয়ে দিয়েছে ৮-০ গোলে। অন্যদিকে ইউরোপা লিগে প্রথমবার জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মাত্র ৭ বছর হলো হয়েছে আর্মেনিয়ান ক্লাব নোয়াহ। উয়েফা র‌্যাঙ্কিংয়ে চেলসির সঙ্গে তাদের বিশাল ব্যবধান। চেলসি রয়েছে ৮ নম্বরে, আর নোয়াহর অবস্থান ৩১১ নম্বরে। এই ব্যবধান ম্যাচের ফলে স্পষ্ট। স্টামফোর্ড ব্রিজের ম্যাচে প্রথমার্ধের ১০ মিনিটে ৪ গোল দেয় চেলসি। শুরুটা ১২তম মিনিটে। এনজো ফের্নান্দেসের কর্নার থেকে হেডে বল জালে জড়ান তোসিন আদরাবিয়ো।

এরপর একে একে স্কোরশিটে নাম তোলেন মার্ক গিউ, আলেক্স দিসাসি, জোয়াও ফেলিক্স, মিখাইলো মডরিক ও ক্রিস্টোফার এনকুনকু। ফেলিক্স ও এনকুনকু দুইবার লক্ষ্যভেদ করেছেন।

দ্বিতীয় সারির দল নিয়ে কনফারেন্স লিগে গোল উৎসব করছে চেলসি। এই প্রতিযোগিতায় তিন জয়ে তাদের ১৬ গোল, অন্য দলগুলোর তুলনায় দ্বিগুণ। ৮-০ গোল, চেলসির ইতিহাসের যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের জয়। তাদের সর্বোচ্চ জয় ১৩-০ গোলের।

এদিকে উয়েফা ইউরোপা লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে ইউনাইটেড। টানা তিন ড্রয়ের পর নতুন ফরম্যাটের এই প্রতিযোগিতায় তাদের প্রথম জয় এনে দিয়েছেন আমাদ দিয়ালো।

তার দ্বিতীয়ার্ধের জোড়া গোলে গ্রিক চ্যাম্পিয়ন পিএসওকে দলকে ২-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। ৫০ মিনিটে প্রথমবার জাল খুঁজে নেওয়া এই তরুণ উইঙ্গার ৭৭ মিনিটে নিশ্চিত করে ম্যানচেস্টারের ক্লাবটির জয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত