Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আর্জেন্টাইন ‘দাবার মেসি’র বিশ্ব রেকর্ড

m3
[publishpress_authors_box]

 ফাউস্তিনো ওরোর বয়স মাত্র ১১ বছর। খেলেন দাবা। তারপরও তাকে বলা হচ্ছে দাবার মেসি কারণ ওরোর জন্ম আর্জেন্টিনায়। সেই ওরো দাবায় নিজের বয়স ক্যাটাগরিতে করলেন নতুন বিশ্ব রেকর্ড।

গত সপ্তাহে মাদ্রিদে অনুষ্ঠিত লেজেন্ডস অ্যান্ড প্রডিজিস টুর্নামেন্টে অপরাজিত  চ্যাম্পিয়ন হয়ে গড়েছে ওরো। তাতেই হয়েছে রেকর্ডটা। ফিদের অক্টোবরের তালিকায় তার জিএম রেটিং পয়েন্ট ২৫০৯। দাবার ইতিহাসে অনূর্ধ্ব-১২ বছর বয়সী প্রথম খেলোয়াড় হিসেবে তার রেটিং পয়েন্ট এখন ২৫০০-এর ওপরে।

গ্র্যান্ডমাস্টার হওয়ার পথেও এগিয়ে গেছে ওরো। প্রথম নর্মটি পেয়ে গেছে সে। ২০২১ সালে ১২ বছর ৪ মাস ২৫ দিন বয়সে সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হওয়ার রেকর্ড গড়েন অভিমন্যু। আগামী চার মাসের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় নর্ম পেলে তার রেকর্ড ভাঙবে ওরো।

 গত বছর জুনে দাবার ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে আন্তর্জাতিক মাস্টারের খেতাব অর্জন করে ওরো। ২০১৯ সালে অভিমন্যুর ১০ বছর ৯ মাস ৩ দিন বয়সে গড়া রেকর্ড ভেঙে ১০ বছর ৮ মাস ১৬ দিন বয়সে আন্তর্জাতিক মাস্টার হওয়ার নতুন রেকর্ড গড়ে ওরো। এবার তার সামনে নতুন কিছুর হাতছানি।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত