Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫
Beta
শনিবার, ১২ জুলাই, ২০২৫

এশিয়ান জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন তাহসিন

s5
[publishpress_authors_box]

ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার ঝুলিতে যোগ হল আরও একটি শিরোপা। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়া জুনিয়র র‍্যাপিড দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের এই দাবাড়ু।

স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও ভারত, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তান, মালদ্বীপের দাবাড়ুদের হারিয়ে বাজিমাত করেছেন তিনি। সাত খেলায় তাহসিনের পয়েন্ট ৬ পয়েন্ট।

তাহসিন সাত রাউন্ডের মধ্যে জয় পান পাঁচটিতে আর ড্র করেন দুই ম্যাচ। ভারতে ইমিগ্রেশন জটিলতায় এক দাবাড়ু ফিরে এসেছেন বাংলাদেশে, তাতে ঝামেলায় পড়েছেন কিংবদন্তি দাবাড়ু রানী হামিদ। এমন সময়ে শ্রীলঙ্কা থেকে দাবায় এল এই সুখবর।

বাংলাদেশের আরেক দাবাড়ু সাকলায়েন মোস্তফা সাজিদ ষষ্ঠ হয়েছেঁন এই টুর্নামেন্টে। পাঁচ পয়েন্ট পেয়েছেন তিনি। মহিলা বিভাগে বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার ওয়াদিফা আহমেদ ৩ পয়েন্ট পেয়ে ৩৬তম হয়েছেন। 

আরও পড়ুন

সর্বাধিক পঠিত