Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Beta
শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

কোটাবিরোধীদের সঙ্গে মাঠে থাকার ঘোষণা ছাত্রদলের

সংবাদ সম্মেলনে কথা বলছেন ছাত্রদলের নেতারা। ছবি : সকাল সন্ধ্যা
সংবাদ সম্মেলনে কথা বলছেন ছাত্রদলের নেতারা। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের একাত্ম হয়ে আন্দোলনকারীদের সঙ্গে ‘মাঠে’ থাকার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ ঘোষণা দেন।

তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে ১৫ জুলাই একটি কালো অধ্যায় হয়ে থাকবে। জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই আন্দোলনে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে।”

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে ছাত্রদলের সম্পৃক্ততা নেই বলে জানান ছাত্রদল সভাপতি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে ব্যানারে যেদিন থেকে সভা-সমাবেশ শুরু হয়েছে তখন থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের পাশে রয়েছে। কিন্তু সাংগঠনিকভাবে এই আন্দোলনের সঙ্গে ছাত্রদলের কোনও সম্পৃক্ততা নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদল সর্বাত্মকভাবে এই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে রয়েছে। কিন্তু সাংগঠনিকভাবে ছাত্রদলের আলাদা কোনও তৎপরতা নেই।

“আগামীতেও আমরা সাংগঠনিকভাবে এই আন্দোলনে কোনো তৎপরতা চালাব না। কিন্তু বরাবরের মতো অবশ্যই আমরা তাদের পাশে থাকব।”

আন্দোলনকারীদের দাবি পূরণ হোক, ছাত্রদলেরও এটা প্রত্যাশা বলে জানান তিনি।

তাহলে কেন সাংগঠনিকভাবে সম্পৃক্ত হবেন না জানতে চাইলে ছাত্রদল সভাপতি বলেন, “আমরা যদি কেন্দ্রীয় সংসদের ব্যানারে নেতা-কর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি তাহলে আন্দোলন ভিন্নখাতে চলে যাবে। সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এই কোটা বিরোধী আন্দোলনের ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে।”

‘বৈষম্যমূলক’ কোটা ব্যবস্থার মূল উৎস অর্থাৎ সরকার হটিয়ে মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচারভিত্তিক একটি সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানান তিনি।

একই সঙ্গে কোটা সংষ্কারের দাবিতে আন্দোলনকারীসহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় সাধারণ শিক্ষার্থীদের ওপরে ছাত্রলীগসহ পুলিশি হামলার প্রতিবাদে বুধবার শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সংবাদ সম্মেলনে পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গল মোড় ঘুরে নয়া পল্টনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত