কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে খুবই সক্রিয় ছিলেন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, যিনি মঙ্গলবার চট্টগ্রাম নগরীর মুরাদপুর মোড়ে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন।
মারা যাওয়ার আগে এদিন বিকাল ৩টায় ফেইসবুকে তার সর্বশেষ স্ট্যাটাস ছিল- ‘চলে আসুন ষোলশহর’।
এই স্ট্যাটাসের মাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান ওয়াসিম আকরাম।
তার ফেইসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, তিনি প্রতিটি সমাবেশে সক্রিয়ভাবে অংশ নেন দলীয় নেতাকর্মী নিয়ে। কিন্তু দলীয় ব্যানারে যাননি কখনোই। গতকাল সোমবারও কোটা সংস্কার দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারেই তিনি অংশ নেন।
ওয়াসিম আকরাম সোমবার বিকাল ৩টায় ওই স্ট্যাটাস দেওয়ার পর কর্মীদের নিয়ে মুরাদপুরের সমাবেশে উপস্থিত হয়েছিলেন। কর্মী নিয়ে সমাবেশে উপস্থিতি জানান দিতে স্ট্যাটাসও দেন তিনি।
ওয়াসিম আকরাম সেই স্ট্যাটাসে লেখেন, “সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন। আমি এই পরিচয়ে শহীদ হব।”
এই স্ট্যাটাসের পাশে একটি ‘লাভ’ চিহ্নও যুক্ত করেন তিনি।
চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক। তার গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।
ওয়াসিম আকরামের বড়ভাই আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক।
ভাইয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, “ছাত্রলীগ আমার ভাইকে ছুরি দিয়ে মেরে ফেললে। ভাই আমি মাকে কী জবাব দিব? তুমি চোখ খুলো ভাই।”
তার মৃত্যুর পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি চট্টগ্রাম মহানগর থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য আসেনি।