সারাদেশে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ডাকাতি ও নৈরাজ্য প্রতিহতে জনগণকে সচেতন করতে মাইকিং করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের মাইকিং করতে দেখা যায়।
সংখ্যালঘু ও সাধারণ মানুষের বাড়িঘরসহ সম্পদের নিরাপত্তা দিতে জেলা, উপজেলা, পৌরসভা, থানা, পাড়া, মহল্লা ও গ্রাম পর্যায়ে মাংকিং করা হচ্ছে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের উদ্যোগে নেওয়া এই কর্মসূচিতে নিজ নিজ এলাকা পাহারা দেওয়ার কাজও করছেন ছাত্রদল কর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন সকাল সন্ধ্যাকে বলেন, “সাম্প্রতিক সময়ে কয়েকটি চক্র ছাত্র জনতার এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। তারা বিএনপির নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে।
“এ পরিস্থিতিতে কেউ বিএনপির নাম ব্যাবহার করে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও ডাকাতি ও নৈরাজ্য সৃষ্টি করলে তাকে আইনের হাতে তুলে দিতেও বলছি আমরা।”
এর আগে গত বুধবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে, সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান শক্ত হাতে প্রতিটি হাতের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম, বর্ণ, কিংবা ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, বিশ্বাস যাই হোক না কেন, নিরাপত্তায় আপনি ঢাল হিসেবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন।”
বিএনপি নাম ব্যবহার করে কেউ অপকর্ম করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দিতেও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি।