জাতীয় স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও ১৩ উপদেষ্টা।
শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটের স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা। তখন বৃষ্টি শুরু হলে বৃষ্টির মধ্যেই শ্রদ্ধা জানান ড. ইউনূস।
পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ড. আসিফ নজরুল, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, আদিলুর রহমান খান, ফরিদা আখতার, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সাভার গণপূর্ত বিভাগের জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, সকাল ৯টা ৪০ মিনিটে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস হেলিকপ্টারে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় তার সঙ্গে ১৩ জন উপদেষ্টাসহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
তিনি জানান, ৯টা ৫৫ মিনিটে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। পরে অন্য উপদেষ্টাসহ একসঙ্গে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সকাল ১০টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা হেলিকপ্টারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে সোমবার শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর শূন্যতা পূরণে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসাবে বৃহস্পতিবার রাতে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূসের সঙ্গে নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আরও ১৬ জনের শপথ নেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে শপথ নেন ১৩ জন। তিনজন ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।