প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সৌজন্য এই সাক্ষাৎকারে সেনাপ্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন ড. ইউনূস।
যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও সামাল দিচ্ছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন ও প্রধান উপদেষ্টার বর্তমান বাসভবন যমুনায় যান সেনাপ্রধান।
সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি, তাকে জানান সেনাবাহিনীর চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে।
আলাপচারিতায় ওয়াকার-উজ-জামানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা।
সবশেষ ১ অক্টোবর ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান।
দেশে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল হলে ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। যার নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এরপর থেকে নিয়মিতভাবেই প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন সেনাপ্রধান।