Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Beta
শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি শুনলেন প্রধান উপদেষ্টা

ঢাকার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : পিআইডি
ঢাকার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : পিআইডি
[publishpress_authors_box]

রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকারের গঠন করা ছয় কমিশনের কাজের অগ্রগতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন এর প্রধানরা।

সোমবার ঢাকার তেজগাঁওয়ে সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানেই কাজের অগ্রগতি তুলে ধরেন তারা, জানান সংস্কার কমিশনগুলো পুরোদমে কাজ শুরু করেছে।

বৈঠকে নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশন প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ অংশ নেন।

এসময় জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, এরই মধ্যে ওয়েবসাইটের মাধ্যমে সবার মতামত সংগ্রহ শুরু হয়েছে। কমিশনের সদস্যরা জেলা ও উপজেলা পর্যায়ে সফর করে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন।

পাশাপাশি জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় চলছে বলে প্রধান উপদেষ্টাকে জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যেই তার কমিশন প্রতিবেদন পেশ করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ড. বদিউল আলম মজুমদার জানান, নির্বাচন সংস্কার কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছে। এছাড়া, অনুপস্থিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে, জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার সমন্বয় করা হচ্ছে।

নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসবের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশীদারদের সঙ্গে যোগাযোগ করে তাদের পরামর্শও নেওয়া হচ্ছে।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন তিনি।

পরে দেশের ছয় বিশিষ্ট নাগরিককে কমিশনের প্রধান করে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়। গত মাস থেকে কমিশনগুলো আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত