Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

যানজট সমস্যার সমাধান খুঁজতে বললেন প্রধান উপদেষ্টা

Jam FDC_Rubel 01
[publishpress_authors_box]

ঢাকার যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খুঁজতে পুলিশ ও বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে দুই কোটি মানুষের এই শহরের যানজট সমস্যা সমাধানের পথ খোঁজার তাগিদ দেন তিনি।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই বৈঠকে বুয়েটের পরিবহন ও ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন একটি প্রেজেন্টেশন দেন। যেখানে বলা হয়, শুধু ঢাকা শহরে যানজটে বছরে দেশের অন্তত ৪০ হাজার কোটি টাকা লোকসান হয়।

দ্রুত এই যানজট সমস্যার সমাধান খুঁজে বের করতে বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

বৈঠকে ট্রাফিক পুলিশকে ২-৩টি গুরুত্বপূর্ণ সড়কের ছোট স্টেশনগুলোয় বাস থামানোর সময়কে দুই মিনিটের কম সময়ে সীমাবদ্ধ করতে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ধীরে ধীরে নগরীর অন্যান্য রাস্তায়ও একই ধরনের ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাইলট প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

বুয়েটের বিশেষজ্ঞদের অন্তত একটি ট্রাফিক করিডোরে তাদের শিক্ষার্থীদের সহায়তায় কিছু নিজস্ব সমাধান খুঁজে বের করতে এবং তাদের নিজস্ব দক্ষতা ব্যবহার করে সিগন্যালিং সিস্টেম ঠিক করতে বলা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) খ. নাজমুল হাসান বলেন, সম্প্রতি ঢাকার রাস্তায় ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, এতে আগের চেয়ে পরিস্থিতি উন্নত হয়েছে। আগামী সপ্তাহের শেষ নাগাদ সম্পূর্ণ পুলিশ মোতায়েন হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হাদিউজ্জামান ও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত