Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
[publishpress_authors_box]

জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভাষণ দেবেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরের বরাত দিয়ে জানিয়েছে বাসস।

প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে।

দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশের মানুষের উদ্দেশে আনুষ্ঠানিক ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর শূন্যতা পূরণে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ৮ আগস্ট।

শপথ নেওয়ার দিন দুপুরেই দেশে ফিরেছিলেন ৮৪ বছর বয়সী ইউনূস। বিমানবন্দরে নেমে তিনি শিক্ষার্থীদের নেতৃত্বে এই অর্জনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে অভিহিত করেন। রাতে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন ড. ইউনূস।

এরপর গত ২৫ আগস্ট দ্বিতীয় দফায় জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

সেই ভাষণে ‘ফ্যাসিবাদী শাসনের’ অবশেষ থেকে দেশকে মুক্ত করতে সংস্কারের জন্য দেশের মানুষের কাছে সময় চান ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে রাতারাতি পরিবর্তন প্রত্যাশা না করে সবাইকে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি।

এছাড়া নির্বাচনের দিনক্ষণ বিষয়ে স্পষ্ট করে কিছু না বলে প্রধান উপদেষ্টা জানান, দেশবাসী যতদিন চাইবে, ততদিনই ক্ষমতায় থাকবে তার অন্তর্বর্তীকালীন সরকার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত