Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
Beta
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বিকালে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মতবিনিময় সভা শুরু হবে বলে বাসসকে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাসপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পরদিনই ব্যবসায়ীদের সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ড. ইউনূস গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত অবস্থায় দেশে যে সংস্কারের আকাঙ্ক্ষা ও সুযোগ সৃষ্টি হয়েছে, সেখানে সবাইকেই দায়িত্ব নেওয়ার আহ্বান। তিনি বলেন, সবাই নিজ নিজ জগতে সংস্কার আনুক, সেটি তিনি চান।

বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কাজের জন্য ছয়টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়ে ড. ইউনূস সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধও জানান।

এর আগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলনের মধ্যে গত ৩ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ছয় ব্যবসায়ী নেতার সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা।

শিল্প কারখানায় নিরাপত্তা নিশ্চিতের দাবি নিয়ে সেদিন প্রধান উপদেষ্টার কাছে যাওয়া ব্যবসায়ীদের দেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন ড. ইউনূস।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে সেদিন ব্যবসায়ীদের প্রতিনিধিদলে ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি একে আজাদ, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিজিএমইএর সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত