জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ভাষণ দেবেন বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরের বরাত দিয়ে জানিয়েছে বাসস।
প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার হবে। দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মানুষের উদ্দেশে আনুষ্ঠানিক ভাষণ দেবেন তিনি।
রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার।
শপথ নেওয়ার দিন দুপুরেই দেশে ফিরেছিলেন ৮৪ বছর বয়সী ইউনূস। বিমানবন্দরে নেমে তিনি শিক্ষার্থীদের নেতৃত্বে এই অর্জনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’বলে অভিহিত করেন। বলেন, “তারা এদেশকে রক্ষা করেছে, পুনর্জন্ম দিয়েছে দেশকে।
“দ্বিতীয় বার স্বাধীনতা, এই স্বাধীনতা রক্ষা করতে হবে, এই স্বাধীনতা সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এটাই আমাদের প্রতিজ্ঞা। এই বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, সেটা আমরা রক্ষা করতে চাই।”
রাতে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন ড. ইউনূস।
অরাজকতার বিষবাষ্প যারা ছড়াবে তাদের কঠোর হস্তে দমন করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, “অরাজকতার বিষবাষ্প এখন যে-ই ছড়াবে বিজয়ী ছাত্র-জনতাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে।”
ড. ইউনূস আরও বলেন, “আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন। দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন, এবং দেশবাসীকে ও জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেককে নির্ভয়ে, আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসার অনুরোধ করছি।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে আন্দোলন শুরু হয়েছিল গত জুলাই মাসে, দমন-পীড়নের মুখে তা জনবিক্ষোভে পরিণত হলে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে নোবেলজয়ী ইউনূসের নাম প্রস্তাব করে। প্যারিসে অবস্থানরত ইউনূস সেই ডাকে সাড়া দেন, জানান শিক্ষার্থীদের অনুরোধ তিনি ফেলতে পারছেন না।