Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫

মাস্ক এখন চিফ ট্রল অফিসার

এক্সে ইলন মাস্কের পোস্ট
এক্সে ইলন মাস্কের পোস্ট
[publishpress_authors_box]

সোশাল মিডিয়া এক্সে ফের নিজের বায়ো পাল্টালেন প্লাটফর্মটির মালিক ইলন মাস্ক। লিখেছেন, তিনি এখন থেকে ‘চিফ ট্রল অফিসার’।

সোশাল মিডিয়ায় বিদ্রুপ, ব্যঙ্গ করার ক্ষেত্রে ট্রল ব্যবহার করা হয়।

মাস্ক প্রায়ই তার সমালোচকদের নিয়ে ট্রল করেন। এমনটি নিজের কোম্পানিগুলো নিয়ে ট্রল করতেও ছাড়েন না।

তার এমন পদক্ষেপ নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। তাদের মতে, একজন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তার এমন আচরণ ঠিক নয়।

আবার অনেকে মাস্কের এমন পদক্ষেপকে স্বাগতও জানিয়েছেন। তারা বলছেন, এতে এক্স আরও মুক্ত প্লাটফর্মে পরিণত হবে।

এবারই প্রথম মাস্ক এক্সের বায়োতে এমন অদ্ভুত পদবি লিখেছেন তা নয়। এর আগে ‘পারফিউম সেলসম্যান’ থেকে ‘টুইটার কমপ্লেইন্ট হটলাইন অপারেটর’সহ আরও অনেক কিছুই লিখেছিলেন তিনি।

২০২২ সালের অক্টোবরে টুইটার (বর্তমান এক্স) কেনার চুক্তি চূড়ান্তের পর তিনি বায়োতে লিখেছিলেন ‘চিফ টুইট’।

বায়ো পাল্টানোর পাশাপাশি তিনি মাইক্রোব্লগিং প্লাটফর্মটিতে নিজের অবস্থানও বদলেছেন। কৌতুক করে অবস্থানের জায়গায় লিখেছেন ‘ট্রলহেইম’।

এক্সে পদবি আপডেট করা মাস্কের পোস্টটি মুহুর্তেই ভাইরাল হয়। মাত্র এক দিনেই পোস্টটিতে ২ কোটি ৫৫ লাখ ভিউ হয়েছে। কমেন্ট পরেছে ৭ হাজারেরও বেশি।

তথ্যসূত্র: টাইমস নাও

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত