Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার

SS-Vitamin A Plus Campaign-12-12-23-
[publishpress_authors_box]

শনিবার সারাদেশে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবার প্রায় দুই কোটি ২৬ লাখ শিশুকে এই ভিটামিন খাওয়ানো হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এবারে মোট এক লাখ ২০ হাজার টিকাদান কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে যেতে হবে। টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী বা স্বেচ্ছাসেবক ক্যাপসুলের মুখ কাঁচি দিয়ে কেটে ভেতরে থাকা সবটুকু তরল শিশুকে খাওয়াবেন। শিশুদের কান্নার সময় অথবা তাদেরকে জোর করে ক্যাপসুল খাওয়ানো যাবে না।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পর্যালোচনার জন্য ক্যাম্পেইনের দিন প্রতিটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু থাকবে।

অধিদপ্তর বলছে, ক্যাম্পেইনের মাধ্যমে বছরে ২ বার ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন এ খাওয়ানোর ফলে এর অভাবজনিত অন্ধত্বের হার ১ শতাংশের নিচে কমে এসেছে এবং শিশু মৃত্যুর হারও কমেছে।

শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুমৃত্যুর হার কমাতে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত