হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেলেন চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। তিনি দেশটিতে দুই দফায় প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।
৭৪ বছর বয়সী এই ধনকুবের প্রায়ই নিজের হেলিকপ্টার নিজেই চালাতেন। দুর্ঘটনার সময়েও হেলিকপ্টারটি তিনিই চালাচ্ছিলেন কিনা তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার দেশটির রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে লাগো রানকো অঞ্চলের একটি হ্রদে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়। উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে সাবেক প্রেসিডেন্টকে মৃত ঘোষণা করেন। হেলিকপ্টারে তার সঙ্গে তিন আরোহীর সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্প্যানিশ সংবাদপত্র এল পাইসের বরাত দিয়ে বিবিসি জানায়, প্রতিবছরের ফেব্রুয়ারিতে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে লাগো রানকোতে যেতেন পিনেরা। ওই জায়গা থেকেই দেশটির নৌবাহিনী তার মরদেহ উদ্ধার করে।
রক্ষণশীল ঘরানার এই রাজনীতিকের মৃত্যুতে চিলিজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। লাতিন আমেরিকার অন্যান্য দেশের নেতারা তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
পিনেরা প্রথমবার চিলির প্রেসিডেন্টের দায়িত্বে আসেন ২০১০ সালে। সে বছরেই খনি শ্রমিকদের উদ্ধারে অবদান রেখে তিনি ব্যাপক পরিচিতি পান। ওই বছর চিলির আতাকামা মরুভূমির একটি খনিতে ৩৩ জন শ্রমিক ৬৯ দিন আটকা ছিলেন। পিনেরা এই শ্রমিকদের উদ্ধার অভিযান তত্ত্বাবধান করে পুরো বিশ্বে জনপ্রিয়তা অর্জন করেন।
খনি শ্রমিকদের উদ্ধারের ঘটনাটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রচার পায়। এমনকি ২০১৪ সালে এ ঘটনা অবলম্বনে “দ্য থার্টিথ্রি” নামের একটি চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছিল।