অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি ভার্চুয়াল সভা শেষে রাত ১০টা মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম সকাল সন্ধ্যাকে বলেন, “সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবারই ছাত্রীদের সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছাত্রদের রাত ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে। এই সময়ের পর কোনও শিক্ষার্থী হলে থাকতে পারবে না।”
নির্ধারিত সময়ের পর হলগুলোর সব কক্ষ ও ফটক সিলগালা করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
প্রক্টর বলেন, “শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের সুবিধার্থে বুধবার আবার শাটল ট্রেন চালু করা হয়েছে। আড়াইটা থেকে রাত পর্যন্ত নিয়মিত বিরতিতে চলবে শাটল ট্রেন। তবে বৃহস্পতিবার থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ থাকবে।”
সিন্ডিকেটের বৈঠক থেকে আসা ঘোষণার পর দুপুর থেকে হল ছাড়তে শুরু করেছেন অনেক শিক্ষার্থী।
সরকারি চাকরিতে কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতায় প্রাণক্ষয়ের পর বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা আসে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুায়ী সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব মেডিকেল, প্রকৌশল, টেক্সটাইল কলেজসহ অন্য সব কলেজের শিক্ষা কাজ পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি বন্ধ থাকবে।
এসব শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীকে নিরাপত্তার স্বার্থে হল ছাড়তেও বলা হয়।