এমন তীব্র যানজটের কারণে পথেই নষ্ট হচ্ছে ঘণ্টার ঘণ্টা। মগবাজার ফ্লাইওভারের ছবি তুলেছেন হারুন অর রশীদরমজানে অফিস ছুটি হচ্ছে বিকাল সাড়ে তিনটায়। এরপর থেকে ইফতারের আগ পর্যন্ত তীব্র যানজট পোহাচ্ছে ঢাকাবাসী। ছবি তুলেছেন হারুন অর রশীদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অফিস ছুটির পর থেকে ইফতারের আগ পর্যন্ত পথে নামার ক্ষেত্রে কিছু আহ্বান ও নির্দেশনা দিয়েছে ডিএমপি। ছবি তুলেছেন হারুন অর রশীদবুধবার চালু হওয়া এক্সপ্রেসওয়ের নতুন রুটের কারণে সাতরাস্তা, হাতিরঝিলের দিকেও বেড়েছে যানবাহনের চাপ। হাতিরঝিলের ছবি তুলেছেন হারুন অর রশীদজ্যামে বসে থেকে অস্থির হয়ে অনেকেই পথে নেমে পড়েন পায়ের ভরসায়। এফডিসি মোড় থেকে ছবি তুলেছেন হারুন অর রশীদ