রমজান এলে মুড়ির চাহিদা বেড়ে যায়। তখন ব্যস্ততাও বেড়ে যায় মুড়ির ফ্যাক্টরিতে। ছবি : জীবন আমীরনারায়ণগঞ্জের একটি ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে মুড়ি। এখান থেকে মুড়ি সরবরাহ করা হয় ঢাকা ও আশেপাশের বিভিন্ন জেলায়। ছবি : জীবন আমীরএখানে মুড়ি বিক্রি হয় মণ হিসাবে। প্রতি কেজি মুড়ির দাম পড়ে ৬০ টাকা। নারায়ণগঞ্জের নয়ামাটি থেকে ছবি তুলেছেন জীবন আমীর