রবিবার ঢাকার ফার্মগেটে এ কার্যক্রম উদ্বোধন করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান ক্রেতাদের হাতে কম দামে পণ্য তুলে দেন। ছবি : হারুন অর রশীদপ্রাথমিকভাবে ঢাকার ৩০টি স্থানে এসব পণ্য বিক্রি হবে। প্রথম রমজান থেকে শুরু করে এ কর্মসূচি চলবে ২৮ রমজান পর্যন্ত। ছবি : হারুন অর রশীদএ কর্মসূচির আওতায় গরুর মাংস ৬০০ টাকা, খাসির মাংস ৯০০ টাকা, ব্রয়লার মুরগি ২৮০ টাকা এবং ডিম ১১০ টাকা ডজন ও দুধ ৮০ টাকা লিটার করে বিক্রি হবে। ছবি : হারুন অর রশীদপ্রাথমিকভাবে ঢাকার ৩০টি স্থানে এসব পণ্য বিক্রি হবে। ধীরে ধীরে এ সংখ্যা বাড়ানো হবে। ছবি : হারুন অর রশীদপ্রতিদিন সকাল ১০টা থেকে বিক্রি শুরু হবে। বিক্রি চলবে পণ্য শেষ না হওয়া পর্যন্ত। ছবি : হারুন অর রশীদ