নিউইয়র্ক শহর জুড়ে বৃষ্টির দাপট। এরই প্রভাব পড়েছে ভারত-পাকিস্তান ম্যাচে। টস হতেই দেরি হয় আধা ঘণ্টা। গুরুত্বপূর্ণ টস জিতে ফিল্ডিং নিতে দ্বিতীয়বার ভাবেননি বাবর আজম। তবে এরপর নামা হাল্কা বৃষ্টিতে ম্যাচ পিছিয়েছে আরও কিছুক্ষণ।
প্রথম ওভার করেন শাহিন শাহ আফ্রিদি। সেই ওভারে ভারত নেয় ৮ রান। এরপর আবারও বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। আয়োজকরা আশাবাদী পুরো ২০ ওভারের ম্যাচ হওয়া নিয়ে।
খেলা শুরু হতে দেরি হওয়ায় বিশ্বকাপের দূত ক্রিস গেইলের দেখা মিলল মাঠে। তিন রঙের স্যুট পরা গেইল তাতে অটোগ্রাফ নিলেন বিরাট কোহলিসহ পুরো দলের। ছাড়লেন না সুনীল গাভাস্কারকেও। ম্যাচের আগে গেইল বলেছিলেন,‘‘এই ভারতকে পাকিস্তান হারাতে পারবে না। আমি ওদের হয়ে গলা ফাটাব।’’
ম্যাচ শুরুর আগেই করলেন সেটা। তবে হতাশ করেননি বাবর আজমদেরও। তাদের সঙ্গেও মজা করেছেন গেইল। বাবরকে জড়িয়ে ধরে জানিয়েছিলেন শুভকামনাও।
আয়ারল্যান্ড ম্যাচের একাদশ নিয়েই খেলছে ভারত। আর পাকিস্তানে পরিবর্তন একটি। আজম খানের জায়গায় একাদশে এসেছেন উসমান খান।