Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Beta
শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

বিশ্বকাপে একদিনে দুই হ্যাটট্রিক

ক্রিস জর্ডানের হ্যাটট্রিক আনন্দ। ছবি: টুইটার
ক্রিস জর্ডানের হ্যাটট্রিক আনন্দ। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

সকালে হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স। রাতে একই কীর্তি গড়লেন ক্রিস জর্ডান। টি-টোয়েন্টি বিশ্বকাপ একদিনে দেখল দুই হ্যাটট্রিক।

বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের আগের ম্যাচে হাটট্রিক করেছিলেন কামিন্স। রবিবার (২৩ জুন) আফগানিস্তানের বিপক্ষেও টানা তিন বলে ৩ উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ান পেসার। তাতে বিশ্বমঞ্চে বিরল কীর্তি গড়েন তিনি।

কামিন্সের আলো ছড়ানো দিনে জর্ডান ভাসলেন হ্যাটট্রিক আনন্দে। ইংল্যান্ডের প্রথম বোলার হিসেবে কুড়ি ওভারের বিশ্বকাপে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন তিনি। সব মিলিয়ে এবারের বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিকের ঘটনা।

সুপার এইটের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। নিজের সব বারুদ সম্ভবত ইনিংসের ১৯তম ওভারে জমা রেখেছিলেন ডানহাতি পেসার। হ্যাট্রটিকসহ এই ওভারে তার শিকার ৪ উইকেট। আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারের পর দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ৪ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন জর্ডান।

১৯তম ওভারের প্রথম বলে জর্ডান শুরু করেন উইকেট উদযাপন। ফেরান কোরে অ্যান্ডারসনকে। এরপর এক বলের বিরতি দিয়ে আবার উইকেট। ওভারের তৃতীয় বলে আলি খানকে আউট ‍করে হ্যাটট্রিক-পথের শুরু। পরের বলে শিকার নসতুশ কেনজিগে। আর পঞ্চম বলে সৌরভ নেত্রাভালকারকে আউট করে হ্যাটট্রিক আনন্দে মাতেন ইংলিশ পেসার।

অর্থাৎ, ৫ বলে জর্ডানের শিকার ৪ উইকেট। ম্যাচের মোড় পাল্টে দিয়ে ২.৫ ওভারে মাত্র ১০ রান খরচায় তিনি নিয়েছেন ৪ উইকেট।

যুক্তরাষ্ট্রের সংগ্রহও বেশি হয়নি। বার্বাডোসের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে যুক্তরাষ্ট্র ১৮.৫ ওভারে অলআউট হওয়ার আগে করেছে ১১৫ রান।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত