Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫
Beta
রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ক্রিস্টোফার নোলানের ‘মহাকাব্যে’ ম্যাট ডেমন-টম হল্যান্ড-জেন্ডায়া

Christopher Nolan
[publishpress_authors_box]

অস্কারজয়ী ওপেনহাইমার এর পর, নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ক্রিস্টোফার নোলান। ২০২৬ সালে মুক্তি পাবে হলিউডের খ্যাতিমান এই নির্মাতার নতুন একটি সিনেমা।

ইউনিভার্সাল পিকচার্স জানিয়েছে, ক্রিস্টোফার নোলানের আসন্ন সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে হোমারের দ্য ওডিসি এর উপর ভিত্তি করে।

মুভি স্টুডিওটির ভাষায়, “এটি হবে একটি মিথিক অ্যাকশন। আইম্যাক্স ফিল্ম প্রযুক্তি ব্যবহার করে শ্যুট করা হবে। হোমারের মূল কাহিনীকে প্রথমবারের মতো আইম্যাক্স ফিল্ম স্ক্রীনে ২০২৬ সালের ১৭ জুলাই নিয়ে আসা হবে।”

নোলানের আসন্ন এই সিনেমাটিতে ম্যাট ডেমন, টম হল্যান্ড, জেন্ডায়া, এন হ্যাথওয়ে, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও সহ আরও অনেক তারকা অভিনয় করবেন বলে জানা যায়।

ওডিসি পৃথিবীর প্রাচীনতম সাহিত্যগুলোর একটি। পৃথিবীর প্রাচীন মহকাব্যগুলোরও একটি বলা হয় এটিকে।  ট্রোজান যুদ্ধের পর গ্রীক নায়ক ওডিসিয়াসের বাড়ি ফিরে আসার যাত্রা নিয়ে এর গল্প বিকশিত হয়েছে।

ক্রিস্টোফার নোলানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ওপেনহাইমার । এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কিলিয়ান মার্ফি। ছিলেন ম্যাট ডেমন, রবার্ট ডাউনি জুনিয়র, ফ্লোরেন্স পিউ সহ আরও অনেকে। এই বছরের অস্কারে সেরা সিনেমাসহ ৭টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ওপেনহাইমার

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত