এবার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে সিনেমা বানানোর ঘোষণা এলো। নির্মাতা এম কে জামান জানান, নামও ইতিমধ্যে নিবন্ধন করা হয়েছে। ‘মাদার অব ডেমোক্রেসি’ নামের এই সিনেমাটি প্রযোজনা করবে প্রযোজনা প্রতিষ্ঠান আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি।
গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় পরিচালক দাবি করেছেন, চলচ্চিত্রটি নির্মাণ করার জন্য জিয়া পরিবারের অনুমতিও নিয়েছেন তিনি। তার বক্তব্যে জানা যায়, পাণ্ডুলিপির কাজও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অক্টোবর থেকেই সিনেমার শুটিং শুরু হবে।
গণমাধ্যমে জামান আরও বলেন, “অনেক দিন ধরে আমরা চলচ্চিত্রটি নিয়ে কাজ করছিলাম। নানা তথ্য সংগ্রহ করেছি। ম্যাডামের (খালেদা জিয়া) জীবনবৃত্তান্তও বিস্তারিত জেনেছি। বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এ চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে।”
তবে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনই কিছু জানাতে আগ্রহী নন তিনি। এটি জানতে আরও কিছুদিন নাকি অপেক্ষা করতে হবে।
এ বিষয়ে জামান বলেন, “নিশ্চয়ই কাস্টিংয়ে চমক থাকবে। এত বড় একটা চলচ্চিত্র তো যাকে-তাকে নিয়ে করব না। শুটিংয়ের আগে আগে ছবির কাস্টিং জানানো হবে।”