Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

হিন্দিতে ‘সিটাডেল: হানি বানি’ কেমন ধুন্ধুমার থ্রিলার হলো

ইউটিউবে এরমধ্যে অনেকেই ’সিটাডেল হানি বানি’ নিয়ে রিভিউ ভিডিও ছেড়েছেন।
ইউটিউবে এরমধ্যে অনেকেই ’সিটাডেল হানি বানি’ নিয়ে রিভিউ ভিডিও ছেড়েছেন।
[publishpress_authors_box]

আমেরিকান স্পাই থ্রিলার ‘সিটাডেল’ অ্যামাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে ছয়টি পর্ব নিয়ে আত্মপ্রকাশ করে ২০২৩ সালে।

এরপর থেকে ‘সিটাডেল’ সিরিজের হিন্দি রিমেক নিয়ে কথা ওঠে। এরপর কাজও শুরু করেন বলিউড নির্মাতা রাজ এবং ডিকে। বিটাউনের বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভু মিলে কিছুদিন আগে ‘সিটাডেল: হানি বানি’ সিরিজের ঝলক হাজির করেছেন।

৭ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিও ওটিটিতে দেখানো শুরু হয়ে গেছে এই সিরিজ।

দর্শকরা এবার দুই সিরিজের মধ্যে তুলনায় নেমেছেন।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং অন্যান্য বড় মাপের মার্ভেল সিনেমার সঙ্গে জুড়ে থাকা জো রুশো এবং অ্যান্থনি রুশো অর্থ্যাৎ রুশো ব্রাদার্স যোগ দেন ‘সিটাডেল’ সিরিজেও। সিটাডেল নামে একটি গোপন আন্তর্জাতিক গুপ্তচর সংস্থার এজেন্ট হয়ে বিপজ্জনক এক মাফিয়া চক্রের বিরুদ্ধে কাজ করছিল মাস ও নাদিয়া সিং।

এক মিশনে এই দুজন মারাত্মক আহত হয়ে স্মৃতি হারিয়ে ফেলে। এরপর সিটাডেল সংস্থা তাদের মৃত্যুদণ্ড দেয় এবং দুজনের সব তথ্য মুছে ফেলে। থ্রিলার অ্যাকশন ‍নির্ভর এই সিরিজে মাস ও নাদিয়া স্মৃতি ফিরে পাওয়ার পর একে অপরকে খুঁজে বার করার চেষ্টায় থাকে।

নাদিয়া সিং চরিত্র অভিনয় করেন ভারতীয় অভিনেত্রী ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এবং মাস চরিত্রে অভিনয় করেন ‘গেম অফ থ্রোনস’ অভিনেতা রিচার্ড ম্যাডেন।

‘সিটাডেল’ সিরিজ যেমন সাড়া ফেলেছিল, নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াও নাদিয়া সিং চরিত্রে নিজেকে দুর্দান্ত প্রমাণ করেছিলেন।

‘সিটাডেল: হানি বানি’ মুক্তির পর প্রশ্ন উঠেছে বলিউডের দুই তারকা কেমন করেছেন হিন্দি সংস্করণে? চিত্রনাট্য আর সিরিজের নির্মাণই বা কতটুকু ধুন্ধুমার হলো?

ট্রেইলার দেখে দর্শকরা বুঝে গেছেন ‘সিটাডেল: হানি বানি’ সিরিজে প্রিয়াঙ্কা চোপড়ার নাদিয়া সিং চরিত্রটির শিশু বয়সের গল্প রয়েছে এতে। নাদিয়ার মা হচ্ছে হানি অর্থ্যাৎ সামান্থা রুথ প্রভু এবং বাবা হচ্ছে বানি অর্থ্যাৎ বরুণ ধাওয়ান।

ইউটিউবে ’প্রাইম ভিডিও ইন্ডিয়া’ চ্যানেলে এই সিরিজের ট্রেইলারে একজন লিখেছেন, “আসল সিটাডেল থেকে অনেক ভালো। বরুণকে সিরিয়াস চরিত্রে দেখা যাচ্ছে।”

দর্শকের মন্তব্যের বরাতে হিন্দুস্থান টাইমস বলছে, সবাই ‘দারুণ মুগ্ধ’ ট্রেইলার দেখে।

ইউটিউবে এরমধ্যে অনেকেই ‘সিটাডেল: হানি বানি’ নিয়ে রিভিউ ভিডিও ছেড়েছেন।

সিরিজে ১৯৯২ সালের বানি সিনেমার একজন স্ট্যান্টম্যানের কাজ করলেও সে আসলে একজন গুপ্তচর। হানি কাজের আশায় বিটাউনে ঘুরতে থাকা একজন নতুন নায়িকা। দুজনের মধ্যে প্রেম হয়। আট বছর পর নাদিয়া সিং নামে শিশু চরিত্রটিকে দেখা যায়। নাদিয়ার জীবনের ঝুঁকি নিয়েই কাহিনী এগোতে থাকে।

কেউ কেউ বলছেন, ট্রেইলারে যত অ্যাকশন দেখানো হয়েছে সিরিজে সেসব শুধু একেবারে শেষ পর্বে দেখা যায়। তবে অ্যাকশনের দৃশ্যধারণ দর্শকের কাছে দুর্ধর্ষ লাগবে।

এদিকে এনডিটিভি এই সিরিজ নিয়ে খুব বেশি ইতিবাচক কথা বলছে না।

খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণে ধরা পড়ছে স্ক্রিপ্টের দুর্বলতা। থ্রিলার সিরিজের জরুরি রহস্য এবং গতির অভাবও রয়েছে একেকটি পর্বে।

কখনও কখনও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়বে, এমনও রিভিউ পাওয়া যাচ্ছে হিন্দি ‘সিটাডেল: হানি বানি’ নিয়ে।

অর্থ্যাৎ থ্রিলার কাহিনীর টান টান উত্তেজনা ধরে রাখতে পারেনি ‘সিটাডেল: হানি বানি’।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত