Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

বর্ষসেরা গীতিকবির পদক পেলেন মাহমুদ মানজুর

বর্ষসেরা গীতিকবির পদক পেলেন মাহমুদ মানজুর
[publishpress_authors_box]


সমালোচক বিচারে বছরের সেরা গীতিকবির পুরস্কার পেলেন মাহমুদ মানজুর। ২৩তম কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আসরে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

২০২৩ সালে মুক্তি পাওয়া মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নির্মাণে, মেহজাবীন চৌধুরী অভিনীত আলোচিত ‘অনন্যা’ নাটকে ‘আপনজন’ গানটি রচনার জন্য এই স্বীকৃতি পান মাহমুদ মানজুর।

এই গানের সুর-সংগীত করেছেন নাভেদ পারভেজ। গানটি গেয়েছেন পল্লবী রায়।

গত বছর ১৪ ডিসেম্বর সিনেমাওয়ালার ব্যানারে ইউটিউবে প্রকাশ পাওয়া এই গানের এখন পর্যন্ত প্রায় ১ কোটি ভিউ দাঁড়িয়েছে।

সিজেএফবির এই আসরে কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা রফিকুল আলম এবং নন্দিত গীতিকবি ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলীর হাত থেকে পদক নেন মাহমুদ মানজুর। তাকে সম্মাননা ক্রেস্ট এবং একটি মেডেল ও সার্টিফিকেটও দেয়া হয়।

এই পদক প্রাপ্তি নিয়ে মাহমুদ মানজুর বলেন, “আমার গান লেখার ক্যারিয়ার ২০ বছরের। এরমধ্যে শতাধিক গান লিখেছি।

“অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। তবে যে কোনো পদক সৃষ্টিশীল ক্ষেত্রে বেশ অনুপ্রেরণা যোগায়। এই পদক প্রাপ্তি আমার আগামীর সৃষ্টিশীল সংগীত জীবনের অন্যতম প্রেরণা হয়ে থাকবে।”

মাহমুদ মানজুর তার এই প্রাপ্তির জন্য নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, সুরকার নাভেদ পারভেজ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং ‘অনন্যা’ নাটকের সবার প্রতি ‘কৃতজ্ঞতা’ জানান।

২০০২ সাল থেকে গান লিখছেন এই গীতিকার। এরইমধ্যে সিনেমা, নাটক ও স্বাধীন মাধ্যমে শতাধিক গান রচনা করেছেন তিনি। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির তালিকাভুক্ত এই গীতিকবির গান কণ্ঠে তুলেছেন কিংবদন্তি রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, কলকাতার শিলাজিৎ থেকে এই প্রজন্মের কণা, আরফিন রুমি, পড়শী, পিন্টু ঘোষ, জয় শাহরিয়ার, ইমরান, কিশোর, ন্যানসি, বেলাল খান, সন্ধি, কোনাল, রেহান রাসুল এবং আরও অনেকে।

নাটক, সিনেমা এবং একক গানের বাইরে মাহমুদ মানজুরের লেখা দুটি পূর্ণাঙ্গ মিশ্র শিল্পীর অ্যালবাম রয়েছে। নাম ‘ধুলোর গান’ ও ‘পৃথিবীর ক্যানভাস’।

২৮ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলের বলরুমে সিজেএফবির বর্ণাঢ্য আসর বসে। এদিন ২০২৩ সালে প্রচারিত নাটক, সিনেমা এবং গান থেকে বাছাই করে সেরাদের হাতে পদক তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত