কক্সবাজারে সাগরে গোসলে নেমে মাহমুদুর রহমান নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
মৃত মাহমুদুর (১৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে। স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত সে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, “শনিবার সকালে মাহমুদুর রহমান ও তার ৫ বন্ধু মিলে সমুদ্র সৈকতে ঘুরতে আসে। সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছার পর তারা কিছু সময় ফুটবল খেলে।
“পরে সবাই সাগরে গোসলে নামে। মাহমুদুরের বন্ধুরা জানিয়েছে, গোসলের একপর্যায়ে মাহমুদুর পানিতে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে লাইফগার্ড ও বিচকর্মীরা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে।”
পরে মাহমুদুরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তানভীর হোসেন।
তিনি বলেন, “মাহমুদুরের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে।”