জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকির প্রতিবাদে শনিবার নেদারল্যান্ডসের হেগ শহরে বিক্ষোভ চলাকালে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ব্রিটিশ বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি শেলসহ বিশ্বের অন্যান্য জীবাশ্ম জ্বালানিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানিকে সম্প্রতি কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস সরকার। প্রতিবাদে শনিবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় যুক্তরাজ্যভিত্তিক বৈশ্বিক পরিবেশ আন্দোলন সংগঠন এক্সটিঙ্কশন রিবেলিয়ন।
জুনে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি নিয়ে শুরু হতে যাওয়া বিতর্কের আগে বিভিন্ন কর্মসূচির ডাক দিয়ে নেদারল্যান্ডস সরকারের ওপর ভর্তুকি বন্ধে চাপ প্রয়োগ করতে চাইছে সংগঠনটি।
স্টপ ফসিল ফুয়েলস সাবসিডি লেখা ব্যানারে নির্ধারিত স্থানে এদিন এক্সটিঙ্কশন রিবেলিয়নের শত শত সদস্য সমবেত হন। সেখানে যোগ দেন ২১ বছর বয়সী আলোচিত জলবায়ুকর্মী থুনবার্গ। একপর্যায়ে থুনবার্গসহ এক্সটিঙ্কশন রিবেলিয়নের সদস্যরা হেগের কেন্দ্রস্থল থেকে এটুয়েলভ মহাসড়কের দিকে মিছিল নিয়ে এগুতে থাকে।
এটুয়েলভ মহাসড়ক অবরোধের পরিকল্পনা ছিল তাদের। মহাসড়কটির কাছের এক মাঠে আগে থেকে স্থানীয় পুলিশ সদস্যরা দাঁড়িয়ে ছিলেন। বিক্ষোভকারীরা তাদের ডিঙিয়ে অগ্রসর হতে গেলে থুনবার্গসহ কয়েকজনকে হাতকড়া পরানো হয়।
এক্সটিঙ্কশন রিবেলিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির প্রতিবাদে ২০২২ সাল থেকে শনিবার পর্যন্ত ৩৭ বার এটুয়েলভ মহাসড়ক অবরোধ করা হয়।
গ্রেপ্তারের আগে জলবায়ু আন্দোলনে বিশ্বে সবচেয়ে পরিচিত মুখ থুনবার্গ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আজকের বিক্ষোভ গুরুত্বপূর্ণ। কারণ জরুরি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের গ্রহ। জলবায়ু পরিবর্তনের জেরে সৃষ্ট সংকট মোকাবিলায় আমাদের যা কিছু করা দরকার, সবই করতে হবে।”