Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ফিলিস্তিনের কাছে বাজে হারে হতাশ কাবরেরা

ফিলিস্তিনের কাছে ৫ গোলের হারে হতাশ কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: সংগৃহীত।
ফিলিস্তিনের কাছে ৫ গোলের হারে হতাশ কোচ হাভিয়ের কাবরেরা। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

এমন আশা জাগানিয়া শুরু। অথচ এমন হতাশায় শেষ ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি! ৪২ মিনিট পর্যন্ত চোখে চোখ রেখে লড়াই করলেও এরপর গোলের মালা পরেছেন জামাল ভূঁইয়ারা।

এবারের বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে হার বাংলাদেশের। অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হারের পর বৃহস্পতিবার দিবাগত রাতে ৫-০ গোলের পরাজয়। এমন পরাজয়ে হতাশ বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরাও।

স্প্যানিশ কোচের কাছে মনে হয়েছে প্রথমার্ধের শেষে যা হয়েছে তাতেই সর্বনাশের শুরু।  কাবরেরা ম্যাচের মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ‘প্রথম ৪০ মিনিট আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচই খেলেছি। ফিলিস্তিনের মতো একটা দলের সঙ্গে যা ছিল বেশ ভালো। কিন্তু প্রথমার্ধের শেষটা যেভাবে করেছি, তা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এটাই আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট।’

ফিলিস্তিনের বিপক্ষে মোটেও লড়াই করতে পারেনি বাংলাদেশ। ছবি: বাফুফে।

ফিলিস্তিন ম্যাচের একসময়ে এসে ঝড় তুলবে, আক্রমণও করবে। সেটা নিজেও জানতেন কাবরেরা। তবে সবকিছু চুরমার করে দেবে- এমনটা আশা করেননি। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমরা জানতাম ম্যাচের একটা সময় এমন কিছু হতে পারে। কিন্তু সেটা যে এভাবে আমাদের ধসিয়ে দেবে, তা ভাবনার বাইরে ছিল। এরপর ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে শক্তিশালী একটা দলের সামনে রীতিমতো উড়ে যাই।’

আগামী ২৬ মার্চ ঢাকায় ফিরতি ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ফিলিস্তিনের। গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান বাংলাদেশ কোচ, ‘কোথায় ভুল হয়েছে সেটা এখন বের করতে হবে। এটাও খুঁজে দেখতে হবে যে কেন লড়াই করতে পারলাম না। বিশেষ করে প্রথম ৪০ মিনিট এমন খেলার পর এভাবে হেরে যাওয়া কোনওভাবে মেনে যাওয়া যায় না। এখান থেকে শিক্ষা নিতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই আরও উন্নতি করতে হবে। আপাতত এটিই এখন আমাদের মূল কাজ।’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত