Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ-মালদ্বীপ ফিফা ফ্রেন্ডলি

প্রবাসী কাজেমকে নিয়ে কাবরেরার একাদশ

WhatsApp Image 2024-11-12 at 6.37.36 PM (1)
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

বসুন্ধরা কিংস অ্যারিনায় ঢুকেই টিম বাস থেকে নেমে ড্রেসিং রুমে ঢুকছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বাসের পাশে অপেক্ষায় থাকা কিছু দর্শকদের দিকে শুকনো হাসি দিয়ে ঢুকে গেলেন ভেতরে।

চোটের কারণে দীর্ঘ দিন জাতীয় দলে খেলতে পারেননি জিকো। মালদ্বীপের বিপক্ষে বুধবারের ফিফা প্রীতি ম্যাচে দলে জায়গা পেলেও প্রথম ম্যাচে শুরু থেকে খেলতে পারছেন না। কিংস অ্যারেনার ম্যাচে তাকে একাদশে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। এছাড়া ফিফা প্রীতি ম্যাচে প্রথমবারের মতো কানাডা প্রবাসী কাজেম শাহ শুরু থেকে খেলতে যাচ্ছেন।

বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

বুধবারে এই একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা,  ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও  কাজী তারিক। চোট ও পারফরম্যান্সের কারণে আগেই এবার খেলার সুযোগ হারিয়েছে দুজন। হাভিয়ের কাবরেরার একাদশে গোলপোস্টের নিচে আছে মিতুল মারমা। রক্ষণে সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ ও ঈসা ফয়সাল।

মাঝমাঠে সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও কাজেম শাহ ।  দুই উইংয়ে খেলবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। তাদের পিছনে শেখ মোরসালিন থাকতে পারেন।

অধিনায়ক তপু বর্মণ আগেই বলেছেন, “জয়ের জন্য তারা মাঠে নামবেন।” এই ম্যাচ জিতলে ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের।

আনিসুর রহমান জিকো বসুন্ধরা কিংস অ্যারিনায় ঢুকছেন। ছবি: সকাল সন্ধ্যা

ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে মালদ্বীপ ফুটবল দল। ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় পরের ম্যাচ অনুষ্ঠিত হবে।

গত বছরের অক্টোবরে মালদ্বীপ বাংলাদেশে এসেছিল বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ম্যাচ খেলতে। সেই ম্যাচ হেরে মালদ্বীপ বিশ্বকাপ বাছাই থেকে বিদায় নেয়। এক বছর পর আবারও দলটি বাংলাদেশে এসেছে প্রীতি ম্যাচ খেলতে।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা ,সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ, ঈসা ফয়সাল, সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ,সৈয়দ শাহ কাজেম, ফয়সাল আহমেদ ফাহিম , রাকিব হোসেন ও শেখ মোরসালিন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত