অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করানো কোচ মারুফুল হকের অধীনে অনুশীলনে কোনও ফুটবলার ছাড়বে না বসুন্ধরা কিংস। এই মর্মে ক্লাবটি সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটি চিঠি দেয়। কিন্তু বাফুফেকে এভাবে চিঠি দেওয়ার বিষয়টি মোটেও ভালোভাবে নেননি কোচ মারুফুল।
তিনি বসুন্ধরা কিংসের এমন আচরণের প্রতিবাদ জানিয়েছেন। এমনকি প্রয়োজনে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর কথাও বলেছেন।
লিখিত প্রতিবাদপত্রে মারুফুল জানান, “গত মাসে সাফের দল গড়ার জন্য বসুন্ধরা কিংসের অন্যান্য ফুটবলারদের সঙ্গে জনি (মজিবর রহমান) ও রিমনকেও (রিমন হোসেন) ডাকা হয়েছিল। কিন্তু বাকি সবাই যোগ দিলেও এ দুজন যোগ দেয়নি। অথচ জনিকে জাতীয় দলের হয়ে এবং রিমনকে অনুশীলন ও ম্যাচ খেলতে দেখা গেছে। বিষয়টি হেড কোচ হিসেবে স্বাভাবিকভাবে মেনে নিই।”
এরপর তিনি লিখেছেন, “পরে অনূর্ধ্ব-২০ বাছাইয়ের জন্য কিংসের জনি, রিমনসহ রাহুল, চন্দন, আসিফ ও মহসিনকে দলে নিই। এবং তাদের ভিয়েতনামের ভিসা ও টিকিট ক্রয় করে বাফুফে। এর ফাঁকে ৪ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপের বাছাইয়ের জন্য কিংস ক্লাবে ক্যাম্প ও তাদের মাঠে জাতীয় দলের ৪ ফুটবলার ছাড়াই অনুশীলন শুরু করি। পরদিন বসুন্ধরা কিংসের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলারের এসিএল ও মিনিসকাস ছিড়ে যায়।”
পরে লিখেছেন, “৮ সেপ্টেম্বর বাফুফে থেকে আমাকে জানানো হয় বসুন্ধরা কিংসের ৩ ফুটবলারকে ছটি দেওয়ায় তারা ১৩ সেপ্টেম্বর থেকে অনুশীলনে যোগ দেবে। এবং বাকি ৩ জনও যোগ দেবে। এদিকে আমার দলের ৭ জন ডেঙ্গু আক্রান্ত হলে ২৩ ফুটবলার নিয়ে ভিয়েতনাম যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। এ সময় বসুন্ধরা কিংসের ফুটবলারদের ক্যাম্পে যোগ দেওয়ার বিষয়ে বাফুফেতে জানতে চেয়েও সদুত্তর পাইনি। “
তিনি আরও লিখেছেন, “১৩ সেপ্টেম্বর কিংসের মহসিন ও আসিফ ক্যাম্পে যোগ দেয় ও অনুশীলন করে। এএফসির নিয়ম অনুসারে প্রতিযোগিতার ৫ দিন আগে ২৩ জনের চূড়ান্ত নাম জমা দেওয়ার জন্য বাফুফে আমাকে চাপ দিচ্ছিল। বাফুফে থেকে কিংসের ৪ ফুটবলারের ব্যাপারে সদুত্তর না পেয়ে ক্লাবটির সভাপতিকে অনুরোধ করা হয়। কিন্তু তিনি এই ৪ জনকে ছাড়তে অস্বীকৃতি জানান। তাই আমি তাদের ছাড়া দল গড়ি ও আসিফ ও মহসিনকে বাদ দিই অধিকতর ফিট ফুটবলার পেয়ে।”
মারুফুলের মতে, একটি জাতীয় দলে কারা খেলবে সেটা নির্ধারণ করবে প্রধান কোচ। দল থেকে কোনও ফুটবলারকে বাদ দিলে অসৌজন্যমূলক আচরণ কিভাবে হয়, সেটা আমার কর্মজীবনে এমন নজির দেখিনি।
বসুন্ধরা কিংস যদি তাদের বক্তব্য প্রত্যাহার না করে তাহলে তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানান। এমনকি বয়স ভিত্তিক দল থেকে পদত্যাগও করবেন বলে হুমকি দিয়েছেন।
মূলত বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল গত ২৮ আগস্ট নেপালে সাফ চ্যাম্পিয়ন হয়েছে। ওই দলকে এবার এফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য প্রস্তুত করছেন কোচ মারুফুল হক।
আগামী ১৯-২৭ অক্টোবর ভিয়েতনামে হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই। যেখানে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, কম্বোডিয়া, সিরিয়া, ভুটান, গুয়ামের সঙ্গে।